আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় মুষলধারে বৃষ্টির পর আকস্মিক বন্যায় সাত জনের প্রাণহানি হয়েছে। খবর এএফপি’র।
রাজধানী থেকে প্রাপ্ত ছবিগুলোয় দেখা গেছে, দমকলকর্মীরা ঘোলা পানির মধ্যে প্লাবিত বাড়িঘরগুলোতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এক চিত্রে তাদেরকে একটি মরদেহ উদ্ধার করে স্ট্রেচারে তুলে কাদার ভেতর দিয়ে নিয়ে যেতে দেখা গেছে। মঙ্গলবার বৃষ্টিপাতের পর আদ্দিস আবাবার কয়েকটি এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। সেখানে অনেক বাড়িঘর ও গাড়ি বন্যার পানিতে তলিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর মেয়র আদানেক আবিবি টুইটারে বলেছেন, বন্যার কারণে অনেক ক্ষতি সাধিত হয়েছে।
আদানেক আরো বলেছেন যে, “ আগামী কয়েক দিনে আরো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় আমি বাসিন্দাদের এই এলাকায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি এবং আমরা আমাদের প্রচেষ্টা ও নিরাপত্তা আরও জোরদার করার চেষ্টা করছি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।