
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়ে আইএস-কের এক সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনী৷ পেন্টাগনের বলছে, ঐ ব্যক্তি কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবারের হামলার পরিকল্পনাকারী৷ খবর ডয়চে ভেলে’র।
শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলের প্রদেশ নানগরহরে আইএস-কে (ইসলামিক স্টেট-খোরসান) গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যের উপর ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র৷ দেশটির সামরিক দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, ঐ ব্যক্তি কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলার পরিকল্পনাকারী৷ তবে হামলায় তিনি সরাসরি জড়িত ছিলেন কিনা তা জানা যায়নি৷
কাবুল বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবার এক বোমা হামলায় ১৬৯ জন আফগান নাগরিক ও ১৩ মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন৷
এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড এর মুখপাত্র বিল উরবার জানান, ড্রোন হামলায় কোন বেসামরিক নাগরিক নিহত হননি৷
এর আগে কাবুল হামলায় জড়িতদের বের করে বদলা নেয়ার অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট৷ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আঘাত হানবে মার্কিন সেনা৷ তাদের চরম জবাব দেওয়া হবে৷ তিনি আইএস-কের স্থাপনা ও নেতাদের উপর হামলা চালানোরও নির্দেশ দেন৷
তার আগে বোমা হামলার পর আইএস-কে ঘটনার দায় স্বীকার করে৷ তারা হামলা চালাতে পারে এমন আশঙ্কা করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আগেই সতর্ক করেছিল৷
মার্কিন নাগরিকদের বিমানবন্দর এড়ানোর আহ্বান
এদিকে কাবুল বিমানবন্দরে নতুন হামলার আশঙ্কা প্রকাশ করে শনিবার আবারও সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জারি করা সতর্কবার্তায় নাগরিকদের বিমানবন্দরে না আসার পরামর্শ দেয়া হয়েছে৷ যারা বিমানবন্দরে আছেন তাদেরও অবিলম্বে চলে যেতে বলা হয়েছে৷
বিবৃতিতে বলা হয়, ‘‘কাবুল বিমানবন্দরে নিরাপত্তা হুমকির কারণে আমরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিমানবন্দরে ভ্রমণ ও বিমানবন্দরের ফটক এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি৷’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।