মালয়েশিয়ায় কাজ না পাওয়া ২১ বাংলাদেশি উদ্ধার

বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় কলিং ভিসায় গিয়ে কাজ না পাওয়া ২১ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন পুলিশ। সোমবার সেলাঙ্গর রাজ্যের বন্দরনগরী কেলাং থেকে একটি অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পায়। তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বাংলাদেশি উদ্ধার

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম)। তবে ওই ২১ বাংলাদেশি কর্মী কোন কোম্পানির অধীনে কাজ নিয়ে মালয়েশিয়ায় এসেছেন এবং তাদের নাম পরিচয় বিস্তারিত প্রকাশ করেনি পুলিশ। তবে শ্রমিকের কাছে বৈধ ওয়ার্ক পারমিট, কাগজপত্র ও ট্রাভেল ডকুমেন্টস রয়েছে।

বিয়ের ২ মাস পর বেবি বাম্প, কটাক্ষের শিকার এই অভিনেত্রী

শ্রমিকরা অভিযোগ করেন, তারা কলিং ভিসায় মালয়েশিয়া আসার ৬ মাস পার হলেও তাদের কোনো কাজ দেয়নি নিয়োগকর্তা। বেতন, খাবার খরচসহ অন্যান্য সুযোগ-সুবিধা না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছিলেন।