ট্যুরিস্ট ভিসায় ব্যবসা করতে গিয়ে শ্রীলঙ্কায় গ্রেপ্তার ২১ ভারতীয়

শ্রীলঙ্কায় গ্রেপ্তার ২১ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক : ট্যুরিস্ট ভিসায় শ্রীলঙ্কা গিয়ে অনলাইন ব্যবসা পেতে বসেছিলেন ২১ জন ভারতীয় নাগরিক। জানতে পেরে তাদের আটক করে দেশটির কর্তৃপক্ষ। খবর- এনডিটিভি

শ্রীলঙ্কায় গ্রেপ্তার ২১ ভারতীয়

দি ডেইলি মিরর খবরের কাগজের বরাত দিয়ে জানানো হয়, নেগামবো শহরের একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। গিয়ে দেখে ওখানে কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রপাতি সাজিয়ে একটি অনলাইন মার্কেটিং সেন্টার পরিচালনা করা হচ্ছে। সেখান থেকে ২৪ থেকে ২৫ বছর বয়সী ওই ২১ জনকে মঙ্গলবার আটক করে শ্রীলঙ্কার ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন।

শ্রীলঙ্কা কয়েকটি দেশের নাগরিকদেরকে ৩১ মার্চ পর্যন্ত বিনামূল্যে ভিসার সুযোগ দিচ্ছে একটি চলমান পাইলট প্রজেক্টের অংশ হিসেবে। এই সুযোগ নিয়েছিল ওই ভারতীয়রা। তারা ওই ভিসার আওতায় ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শ্রীলঙ্কায় আসে।

তবে শ্রীলঙ্কার আইনে ট্যুরিস্ট ভিসায় আসা ব্যক্তিদের কোনো রকমের কাজ করা নিষিদ্ধ। এ কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়।