ছয় মাসের সাজা এড়াতে ২১ বছর পলাতক, নাম পাল্টেও শেষ রক্ষা হয়নি

ইয়াছিন ওরফে ডন ইয়াছিন

জুমবাংলা ডেস্ক : ২১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন খাগড়াছড়ির রামগড়ের ছয় মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন ওরফে ডন ইয়াছিন।

ইয়াছিন ওরফে ডন ইয়াছিন

রামগড় থানার এসআই শামসুল আমীন বলেন, তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত ৯টার সময় রামগড়ের পার্শ্ববর্তী মানিকছড়ি উপজেলার আসামির বড় মেয়ের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি ইয়াছিন রামগড় পৌরসভার দারোগাপাড়া (মহামুনি) এলাকার আবু তাহেরের ছেলে।

এসআই জানান, গ্রেফতার ইয়াছিনের বিরুদ্ধে রামগড় ও ভূজপুর থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় সাজাপাপ্ত ও চারটিতে পরোয়ানাভুক্ত।

সমুদ্রস্নানে ফ্রেমবন্দী শিরিন আক্তার শিলা, ভাইরাল ছবি

তিনি জানান, সাজা ও গ্রেফতার এড়াতে ইয়াছিন দীর্ঘদিন চট্টগ্রাম শহরে এবং মানিকছড়ি এলাকায় জামাল হোসেন নাম দিয়ে ছদ্মবেশে চলাফেরা করেছেন। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।