কুমিল্লা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার বরুড়ায় হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫শ’ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৩০ এপ্রিল) সকালে সংগঠনটির সভাপতি মোহাম্মদ সহিদ উল্লাহ্’র নেতৃত্বে ৪ নম্বর দক্ষিণ খোশবাস ইউনিয়নের হরিপুর, পয়ালগচ্চ, শ্রীরামপুর, দেড়ার পাড়, সিংগাচৌঁ, আগানগর, শিয়ালধাইর, মুগুজী ও ঘোড়াডেঙ্গা গ্রামে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ সহিদ উল্লাহ্ জানান, এই সংগঠনের উদ্যোগে করোনাকালেও সমাজের অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সুরক্ষাসামগ্রী এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হযেছে। প্রতিবছর রোজার ঈদ ও কোরবানীর ঈদে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। যাতে দরিদ্র, অসহায় মানুষগুলো ঈদ সুন্দরভাবে পালন করতে পারে। ঈদে তাদের মুখে একটু হাসি ফুটাতেই এমন কর্মযজ্ঞ বলে জানান তিনি।
এ সময় মো. কামাল ভুঁইয়া মেম্বার, মোঃ জামাল হোসেন, বাবুল ভুঁইয়া মেম্বার, নিপু, আক্তার হোসেন, আনিছ, সজীব, হাসেম, নাহিদ, শরীফ, সাদিদ, সাফি ও সিহাব সহ আরও অনেক প্রাক্তণ ছাত্ররা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।