Google ভারতে তার লেটেস্ট সিরিজ লঞ্চ করতে চলেছে। আপকামিং সিরিজের স্মার্টফোনের লঞ্চের বিষয় কোম্পানি নিজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিজার প্রকাশ করেছে । ভারতে 21 অগাস্ট Pixel 10 Series লঞ্চ হবে। গুগল আগামী মাসে তার বড় Made by Google ইভেন্ট করতে চলেছে যেখানে নতুন পিক্সেল ১০ সিরিজ চালু করা হবে। এই সিরিজের আওতায় পিক্সেল ১০ এবং পিক্সেল ১০ প্রো স্মার্টফোন আনা হবে।
লঞ্চের আগেই গুগল এর তরফে পিক্সেল ১০ প্রো ফোনের একটি ঝলক দেখানো হয়েছে। এখানে এটি গ্রে-ব্লু রঙে দেখা যাচ্ছে। এই ডিজাইন অনেকটা পিক্সল ৯ এর মতো। এতে একটি পিল শেপ ক্যামেরা মডিউল তিনটি ক্যামেরা সেন্সর রয়েছে।
এই লেটেস্ট সিরিজের আওতায় Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং Pixel 10 Pro Fold ডিভাইস আসতে পারে। তবে ভারতীয় বাজারে কোন কোন ডিভাইস আসবে সেটি এখনও নিশ্চিত করেনি কোম্পানি। গুগল ইন্ডিয়া তার X প্ল্যাটফর্মে পিক্সেল ১০ এর টিজার পোস্ট করেছে। এই ইভেন্ট রাত 10.30 টায় ভারতে শুরু হবে।
পিক্সেল ১০ সিরিজের আওতায় লঞ্চ হওয়া ডিভাইস গত বছর লঞ্চ করা Google Pixel 9 লাইনআপ এর তুলনায় অনেকটা আপগ্রেডেড হবে। লিক রিপোর্টে নতুন মডেল সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ হয়েছে।
Android Headlines এর অনুযায়ী, পিক্সেল ১০ প্রো ফোনে 6.3 ইঞ্চি LTPO OLED ডিসপ্লে থাকতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেট অফার করবে। পিক্সেল ১০ প্রো এক্সএল ফোনে থাকবে 6.8-ইঞ্চি ডিসপ্লে , যা LTPO OLED প্যানেলে তৈরি হতে পারে।
এছাড়া এই সিরিজে পিক্সেল ১০ প্রো ফোল্ড ফোনও লঞ্চ হতে পারে। এই ফোনে Samsung এবং Vivo এর মতো ফোল্ড স্টাইল দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।