বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মেট গালায় পা রেখেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের সাজে রেড কার্পেটে বাদশাহী মেজাজেই ধরা দিয়েছিলেন কিং খান।
এদিন শাহরুখের পরনে কালো স্যুট, কোমরবন্ধ আর কালো সিল্কের শার্টের সঙ্গে টেলকোট, শরীরে ভারী গহনায় সমাহার, দোসর হাতের ছড়ি। ভি-নেক শার্টের সামনে K লেখা পেনডেন্ট সকলের নজর কেড়েছে।
তবে আলাদা করে অনুরাগীদের নজর কেড়েছে অভিনেতার হাতের ঘড়িটি। মহামূল্যবান যেই ঘড়িটির দাম জানলে অবাক হতেই হবে। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শাহরুখ যে ঘড়িটি পরেছিলেন, সেটির দাম নাকি একটি অ্যাস্টন মার্টিন ভ্যালিয়ান্ট গাড়ির সমান!
সামাজিক মাধ্যমে শাহরুখের ঘড়ির যে ছবি ছড়িয়ে পড়েছে, তা দেখে নেটাগরিকদের একাংশ দাবি করেছেন- মেট গালার জন্য বাদশাহ পাটেক ফিলিপ কোম্পানির ‘গ্র্যান্ড কমপ্লিকেশনস ৬৩০০০জি’ মডেলের সীমিত সংস্করণের একটি ঘড়ি পরেছিলেন। ভারতীয় মুদ্রায় ঘড়িটির আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি রুপি!
এখনও পর্যন্ত সুইস কোম্পানির তৈরি দুর্মূল্য ঘড়িগুলির মধ্যে অন্যতম এই ঘড়িটি। অনুরাগীদের একাংশের দাবি, শাহরুখের মতো সুপারস্টার এবং বিশ্বজনীন সমাদৃত ব্যক্তির হাতে এ রকম ঘড়িই শোভা পায়।
এদিকে প্রথমবার মেট গালায় অংশ নিয়ে শাহরুখ বলেছেন, ‘আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা মেট গালা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আমি নিজে থেকে আদৌ আসতাম কিনা জানি না। কিন্তু যখন সব্যসাচী বুদ্ধি দিল, তখন ওরা দারুণ খুশি হয়। আমি এখনও জানি না এটা সত্যিই দারুন কিনা। কিন্তু ওরা বলল, তোমাকে ওখানে দারুণ লাগবে।’
শাহরুখের গায়ে এদিন একাধিক গয়না দেখা যায়। ছিল সোনা, হীরে, নীলা, ইত্যাদি। এছাড়াও পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক মাটি ছোঁয়া কোট। যেটা তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি। সঙ্গে ছিল জাপানিজ হর্নের বোতাম। পরেছিলেন সিল্কের কালো শর্ট এবং প্যান্ট। কোমরে ছিল কোমর বন্ধনী।
সুত্র: টাইমস অফ ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।