স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। যদিও শেষ মুহূর্তে ড্রাফট থেকে নাম সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান, তবুও সব মিলিয়ে এবার পিএসএল ড্রাফটে আছেন বাংলাদেশের ২২ ক্রিকেটার।
এদের মধ্যে ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
গোল্ড ক্যাটাগরিতে আছেন ৬ জন।
বর্তমানে জাতীয় দলের নিয়মিত মুখ নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন সঙ্গে এই তালিকায় আছেন অলরাউন্ডার মুক্তার আলী।
বাংলাদেশের ৯ ক্রিকেটারের নাম উঠবে সিলভার ক্যাটাগরিতে। এই তালিকায় এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিপন মন্ডল, সাব্বির রহমান, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকারদের সঙ্গে আছেন জিয়াউর রহমান।
তবে কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পাবেন কি না এখন সেটির দেখার অপেক্ষা।
কারণ, ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হয়ে পিএসএল চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত। এদিকে ১ মার্চ পর্যন্ত চলবে বাংলাদেশে বিপিএল চলবে। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মিরাজ-নাজমুলরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।