বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগস্টে ২৩.১৮ লাখ ভারতীয়র অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। ১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে ৫৯৮ টি অভিযোগ পেয়েছিল হোয়াটসঅ্যাপ। এই অভিযোগের ভিত্তিতে ১৯ টি অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
২৩.১৮ লাখ ভারতীয়র অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। শনিবার এই ঘোষণা করেছে জনপ্রিয় মার্কিন মেসেজিং সংস্থাটি। অগাস্টে এই মেসেজিং প্ল্যাটফর্ম অপব্যবহারের অভিযোগে এই বিপুল সংখ্যক গ্রাহকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২১ সালের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী প্রতি মাসে এই রিপোর্ট প্রকাশ করে হোয়াটসঅ্যাপ। সেই রিপোর্টে এই তথ্য উল্লেখ করেছে মার্কিন মেসেজিং সংস্থাটি। তবে শুধু অগাস্টে নয়, জুলাই মাসেও ২৩.৮৭ ভারতীয়র অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল এই মেসেজিং প্ল্যাটফর্ম। তার আগে জুনে 22 লাখ ও মে মাসে 19 লাখ ভারতীয় অ্যাকাউন্টের বিরুদ্ধে একই ব্যবস্থা নিয়েছিল হোয়াটসঅ্যাপ।
শনিবারে প্রকাশিত রিপোর্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে অগাস্টে ১০.০৮ লাখ অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট পাওয়ার আগেই তা নিষিদ্ধ করা হয়েছে।
মেসেজিং প্ল্যাটফর্মটি বলেছে, “অভিযোগ চ্যানেলের মাধ্যমে ব্যবহারকারীর অভিযোগের প্রতিক্রিয়া জানানো এবং পদক্ষেপ নেওয়ার পাশাপাশি, হোয়াটসঅ্যাপ-এ ক্ষতিকারক আচরণ প্রতিরোধ করার জন্য সরঞ্জাম এবং সংস্থান তৈরি করা হয়েছে করে।” “আমরা বিশেষত প্রতিরোধের দিকে মনোনিবেশ করি কারণ আমরা বিশ্বাস করি যে ক্ষতি হওয়ার পরে এটি সনাক্ত করার চেয়ে ক্ষতিকারক কার্যকলাপটি শুরুতেই বন্ধ করা অনেক ভাল।”
1 অগাস্ট থেকে 31 অগাস্টের মধ্যে 598 টি অভিযোগ পেয়েছিল WhatsApp। এই অভিযোগের ভিত্তিতে 19টি অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে কেন্দ্রের নতুন খসরা বিল নিয়ে টেক দুনিয়ায় হৈচৈ পড়েছে। অনেকেই মনে করছেন এই বিল বাস্তবায়িত হলে শীঘ্রই ভারতে বিনামূল্যে হোয়াটসঅ্যাপকলের দিন শেষ হতে পারে। মূলত ইন্টারনেটের মাধ্যমে হওয়া ভিডিয়ো কল ও ভয়েস কলের উপরে অবস্থান বদল করতে ভারতীয় টেলিকম বিল 2022-এর খসড়া তৈরি করেছে কেন্দ্র। WhatsApp, Telegram, Signal, Zoom, Google Duo -র মতো অ্যাপগুলিকে টেলিকম লাইসেন্সের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিলের খসড়া টেলিকম দফতরের ওয়েবসাইটে সকলের জন্য উপলব্ধ করেছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে এই বিল সম্পর্কে কোন পরামর্শ থাকলে তা জানোর অনুরোধ করা হয়েছে ওয়েবসাইটে।
ভারতীয় টেলিকম বিল 2022-তে একাধিক নতুন বিষয় রয়েছে। খসড়া বিল অনুসারে WhatsApp, Skype, Zoom, Telegram, Google Duo -র মতো কলিং ও মেসেজিং অ্যাপগুলিকে লাইসেন্স নিতে হবে। অন্য যে কোন টেলিকম সংস্থার মতোই লাইসেন্স নিতে হবে এই সংস্থাগুলিকে। নতুন টেলিকম বিলে OTT প্ল্যাটফর্মগুলিকেও অন্তর্ভুক্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।