মার্কিন অভিনেত্রী ইসাবেল টেট মারা গেছেন। গত ১৯ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। মার্টিন টিভি নাটক ‘৯-১-১: ন্যাশভিল’র পাইলট পর্বে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিত পান।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিরল ধরনের স্নায়বিক রোগে (চারকোট-মেরি-টুথ) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন অভিনেত্রী ইসাবেল।
ম্যাকক্রে এজেন্সি কর্ণধার কিম ম্যাকক্রে বলেছেন, আমরা গভীরভাবে শোকাহত এবং ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ইসাবেল টেট মারা গেছেন। তাকে কিশোর থেকেই চিনি আমি এবং সম্প্রতি সে অভিনয়ে ফিরেছে। তার প্রথম অডিশন সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’। তার সময়টা দুর্দান্ত কেটেছে।
ছোটবেলা থেকে মডেলিং ও অভিনয়ে প্রবল ঝোঁক ছিল ইসাবেলের। ‘৯-১-১: ন্যাশভিল’র মাধ্যমে প্রথমবার অভিনয়ে সুযোগ পান। তার অভিনীত ‘৯-১-১: ন্যাশভিল’র পাইলট পর্বটি জুনে শুটিং হয় যা গত ৬ অক্টোবর প্রচার হয়।
এদিকে অভিনেত্রী ইসাবেলের মা ক্যাটরিনা, সৎবাবা বিষ্ণু জয়মোহন, বাবা জন ড্যানিয়েল এবং অভিনেত্রীর বোন ড্যানিয়েলা রয়েছেন। ইসাবেল যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় বিভাগ থেকে স্নাতক শেষ করেন। অভিনেত্রীর মৃত্যুর পর তার পরিবার অনুরাগীদের অনুরোধ করেছেন তাদের মেয়ের স্মরণে ফুলের পরিবর্তে চারকোট-মেরি-টুথ অ্যাসোসিয়েশনকে অনুদান প্রদানের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



