জুমবাংলা ডেস্ক : ফ্ল্যাট বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে বেসরকারি দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে (রবি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
শুক্রবার (১১ অক্টোবর) তাকে এই চিঠি দিয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘গতকাল (বৃহস্পতিবার) সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান নিহত হওয়ার ঘটনায় আপনি জড়িত আছেন মর্মে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সুতরাং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’
বিএনপিনেতা শেখ রবিউল আলম ‘প্লিজেন্ট প্রপার্টি’র ব্যবস্থাপনা পরিচালক।
প্রসঙ্গত, রাজধানীর হাতিরঝিল এলাকায় প্লিজেন্ট প্রপার্টি নামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জেরে জমির মালিকের ছেলে তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) গতকাল বৃহস্পতিবার খুন হন। তানজিল ঢাকার বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা ছিলেন।
আইনশৃঙ্খলাবাহিনীর একটি সূত্র জানায়, ইতোমধ্যে হাতিরঝিলের খুনের সঙ্গে রবির সম্পৃক্ততা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে তিনি এই কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে দল থেকে বহিষ্কারও হতে পারেন। এর আগে নিউমার্কেট, কাঁঠালবাগান এলাকায় একাধিক অপঘটনায় শেখ রবিউলের নাম উঠে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।