যেকোনো বিষয়ে জানার জন্য গুগলে সার্চ দিলে মুহূর্তের মধ্যে সব খবর এসে যায়। আচ্ছা, দেখুন তো ওপরের সংখ্যাটির তাৎপর্য কী? আপনি 241543903 সংখ্যাটি সার্চ দিলে দেখবেন একটি ফ্রিজের ছবি, ডালা খোলা, ভেতরে এক নারী মাথা নিচু করে ঢুকিয়ে রেখেছেন।
পাশাপাশি এ ধরনের আরও কিছু ডালা খোলা ফ্রিজের ছবি, ভেতরে কোনো ব্যক্তি মাথা গুঁজে রয়েছেন। এর অর্থ কী? এর পেছনে একটি মজার গল্প রয়েছে। নিউইয়র্কের চিত্রশিল্পী ডেভিড হরভিজ তাঁর ব্লগে বিভিন্ন পরামর্শ দিতেন। একবার তাঁর বান্ধবী অসুস্থতার জন্য পরামর্শ চাইলে তিনি তাঁকে ফ্রিজের ডালা খুলে মাথা ঢুকিয়ে রাখতে বলেন। এই পোস্টের পাশে তিনি তাঁর নিজের ফ্রিজে রাখা বিভিন্ন দ্রব্যের বারকোড ও সিরিয়াল নম্বরের তালিকা থেকে একটি নম্বর তৈরি করে লিখে রাখেন।
অন্যরাও এই পোস্টের পরামর্শ অনুসরণ করেন। বিশেষভাবে ব্রাজিলে এটা ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর এটা বৈশ্বিক রূপ পায়। অনেকেই হয়তো এটা বানানো গল্প মনে করবেন। বিশ্বাসই হবে না। কিন্তু একবার গুগল সার্চে দিয়ে দেখুন তো একটি ডালা খোলা ফ্রিজে একজন মাথা ঢুকিয়ে রেখেছেন কি না? হা হা হা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।