সুন্দরী অভিনেত্রী হিসেবে সারিকা সাবাহ ভক্তদের কাছে আলাদা রকমের সমাদৃত সবসময়। তাঁর রূপে থাকে এক ধরনের স্নিগ্ধ আমেজ। মিষ্টি হাসি আর পরিমিত আবেদনময়তায় তিনি প্রায়ই মন জয় করেন সকলের নানা লুকে।
নতুন বছরের শুরুতে সাদা শাড়ির সাজে শ্বেতশুভ্র লুকে এই সুন্দরী অভিনেত্রী সত্যিই চমক দেখালেন বলতে হয়। অভিনেত্রী সারিকা সাবাহ বেছে নিয়েছেন অল হোয়াইট লুক।
ফ্যাশন উদ্যোগ বাঙাল-এর এই সাদা শিয়ার ফেব্রিকের শাড়িতে সাদা হালকা কারুকাজের বর্ডার দেখা যাচ্ছে। সেই সঙ্গে আছে ছোট ছোট বুটি। ব্লাউজের বর্ডারেও একই ডিজাইন। সঙ্গে ব্যাকলেস ব্লাউজ আকর্ষণ বাড়িয়েছে। খোঁপার ফুলে বেড়েছে স্নিগ্ধতার আমেজ।
স্নিগ্ধ শাড়ির লুকের সঙ্গে হালকা সফট গ্ল্যাম মেকওভার বেছে নিয়েছেন সারিকা। নজর কাড়ছে গয়নার উদ্যোগ রঙ্গবতী্র বড় টানা দেওয়া দুল। পরিমিত ডিপনেক, চমৎকার ফিটিংয়ের ব্লাউজের সঙ্গে গলা খালি রেখেছেন এই অভিনেত্রী। পুরো লুকের সঙ্গে এক পাশে সিঁথি করে টেনে খোঁপা করা হেয়ারস্টাইল খুব মানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।