বিগত কয়েক সপ্তাহ ধরে Vivo V60 ফোনটির তথ্য প্রকাশ্যে এসে চলেছে। এর আগে ফোনটি কয়েকটি সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। এই ফোনটি শীঘ্রই পেশ করা হবে বলে আশা করা হচ্ছিল। এবার এই ফোনটির নতুন আপডেট প্রকাশ্যে এসেছে। এর ফলে এই ফোনটির লঞ্চ ডেট এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে। টিপস্টার অভিষেক যাদব এই ডিটেইলস শেয়ার করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
লিক অনুযায়ী, ভারতে আগামী 19 আগস্ট, 2025 আপকামিং Vivo V60 ফোনটি লঞ্চ করা হতে পারে।
টিপস্টার জানিয়েছেন, Vivo এই ফোনটির মধ্য দিয়ে OriginOS পেশ করতে পারে। এটি Android 16 বেসড হবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি কোম্পানি এখনও পর্যন্ত ভারত সহ চীনের বাইরে অন্যান্য সমস্ত বাজারে FuntouchOS ব্যাবহার করে এবং শুধুমাত্র চীনের জন্য OriginOS ব্যাবহার করা হয়।
এর আগের বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, কোম্পানি আন্তর্জাতিক বাজারে তাদের OriginOS পেশ করার প্রস্ততি নিচ্ছে। তবে FuntouchOS এবং OriginOS পুরোপুরি মার্জ করা হবে কি না, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Vivo V50 ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo V50 5G ফোনে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এমোলেড প্যানেল দিয়ে তৈরি আল্ট্রা স্লিম কোয়াড কার্ভ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 4500nits ব্রাইটনেস ও 387PPI আউটপুট সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার যোগ করা হয়েছে।
প্রসেসর: Vivo V50 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ পেশ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে ফোনটিতে 60 মাস পর্যন্ত স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.63GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: Vivo V50 5G স্মার্টফোনটি ভারতে দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB RAM ও 12 GB RAM সাপোর্টেড LPDDR4X RAM ফিচার সহ কাজ করে।
ফোনের উপস্থিত এক্সপেন্ডেবল টেকনোলজি ফোনের ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 24GB RAM (12GB+12GB) এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 512GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্টেড UFS 2.2 Storage সহ কাজ করে।
ক্যামেরা: Vivo V50 ফোনের ফ্রন্ট প্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত Auto Focus এবং 92° ওয়াইড অ্যাঙ্গেল সাপোর্টেড 50 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 119° ফিল্ড অফ ভিউ ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। Vivo V50 ফোনটিতে AI Studio Light Portrait 2.0 অরা লাইট রয়েছে।
ব্যাটারি: Vivo V50 5G ফোনে 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 39 মিনিটে 20% থেকে 100% ফুল চার্জ হয়ে যাবে।
অন্যান্য ফিচার: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য Vivo V50 5G স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5GHz Wi-Fi এবং Bluetooth 5.4 সহ USB 2.0 ও OTG সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটিতে 9 5G Bands সাপোর্ট করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।