স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলমান আসরে ম্যাচ মাঠে গড়াতেই বিতর্কের শুরু হয়েছে। তবে বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগে এবার যে বিতর্কের তৈরি হয়েছে, তা অভাবিত। আইপিএলের ধারাবিবরণী তো ভারতের কয়েকটি রাজ্যের ভাষায়ই দেওয়া হয়, এর মধ্যে ধারাবিবরণীতে সমালোচনার জন্ম দিয়েছেন এক ভোজপুরি ধারাভাষ্যকার।
আইপিএলের কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে ভোজপুরি ধারাবিবরণীর সময় এক ধারাভাষ্যকার অশ্লীল শব্দের ব্যবহারে মিচেল স্টার্ককে কটাক্ষ করেছেন। লাইভ টিভিতে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি।
ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত সেই ম্যাচে হায়দরাবাদের জয়ের জন্য ১০ বলে ৩২ রানের প্রয়োজন ছিল। তখন ক্রিজে ছিলে হেনরি ক্লাসেন, বোলার ছিলেন ২৫ কোটি রুপিতে কলকাতা যাঁকে কিনে নিয়েছে, সেই মিচেল স্টার্ক। স্টার্কের করা ১৯তম ওভারে তৃতীয় বলে ক্লাসেন মিড উইকেটে বিশাল ছক্কা হাঁকান। সেই মুহূর্তে ভোজপুরি ধারাভাষ্যকার প্রকাশের অযোগ্য ভাষায় বর্ণনা করেন কীভাবে সেদিন পুরো ইনিংসে স্টার্ককে পেটানো হয়েছে।
This commentator must be sacked!! IPL is something mostly all family members watch on their dinner table! Such cheap commentary with double meaning lines will take the whole purpose of publicising Bhojpuri down!!
Sick!! @IPL @JioCinema must act. https://t.co/l95Z5Jk85V
— Prashant Kumar (@scribe_prashant) March 25, 2024
ধারাভাষ্যকারের এমন মন্তব্যের ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই এই ধারাভাষ্যকারকে চাকরিচ্যুত করার দাবি জানাচ্ছেন।
উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের তৃতীয় সেই ম্যাচে ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দরাবাদ মাত্র ৪ রানে হেরেছে। যেখানে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বোলার স্টার্ক ৪ ওভারে দিয়েছেন ৫৩ রান। ধারাভাষ্যকারের অশ্লীল মন্তব্য করা সেই ১৯তম ওভারে ২৬ রান দিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।