২৫ দিনে যত কোটি টাকা তুলে নিলো ‘ব্রহ্মাস্ত্র’

ব্রহ্মাস্ত্র

বিনোদন ডেস্ক : রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। মুক্তির আগে সিনেমাটি নিয়ে নানা নেতিবাচক প্রচার হলেও বক্স অফিসে এর জয়রথ ছুটছেই। মুক্তির প্রথম সপ্তাহের আগেই বেশ কিছু রেকর্ড ভেঙেছে বলেই রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্রকে এ কালের অন্যতম সফল সিনেমা বলে চিহ্নিত করতে চাইছেন বিশেষজ্ঞরা।

ব্রহ্মাস্ত্র

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজাররের এক প্রতিবেদনে সিনেমার পরিচালক অয়ন জানিয়েছেন, গত ২৫ দিনে ‘ব্রহ্মাস্ত্র’র ঝুলিতে এসেছে ৪২৫ কোটি টাকা! এখন পর্যন্ত সারা দেশে শত কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি।

মুক্তির আগে বেশ কয়েক মাস ধরে নেটমাধ্যমে বেশ কিছু মানুষকে ‘হ্যাশট্যাগ বয়কট ব্রহ্মাস্ত্র’ লিখতে দেখা গিয়েছিল। রণবীর হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত করেছেন বলে খেপে উঠেছিলেন অনেকেই। এ সিনেমাকেও বয়কটের ডাক দিয়েছিলেন বিপুল সংখ্যক দর্শক। তবে অয়নকে আশ্বস্ত করেছিলেন প্রযোজক করণ জোহর। কিছুতেই সৎ কাজ বিফলে যায় না। নিশ্চিত ভাবে বলেছিলেন, অয়নের সাধনার সফল হবেই।

পরিচালক কমলেশ্বরকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মোট তিনটি অংশে মুক্তি দেওয়া হবে। প্রথমটির নাম ছিল ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা’। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটিতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। অতিথি চরিত্রে সুপারস্টার শাহরুখ খানকেও দেখা গেছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা।