বিনোদন ডেস্ক : ঢালিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। আগামী ২৫ জুন জ্যামাইকার আমাজুরা হলে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। সেখানে নানা ধরনের প্রশ্নের উত্তর দেন তিনি। সঙ্গে তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে কেমন আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছে সেটিও জানান তিনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে একইবারে যাচ্ছেন না তিনি। এর আগেও গেছেন। প্রথমবার যখন গেছেন তখন যুক্তরাষ্ট্রে বিয়ে করার প্রস্তাব পেয়েছিলেন। এবার যাওয়ার আগেই নিউইয়র্কের ২৫ জন মেয়ে একসাথে হয়ে তাকে ভিডিও কল করেছেন। এছাড়া সেখানকার এক মেয়ে ভক্ত জায়েদের ছবি পোস্ট করেছেন সেটিও জানান তিনি।
তিনি জানান, আমি জানি না কেন যেন মেয়েরা আমার জন্য পাগল। সাংবাদিকদের মুখোমুখি হওয়ার অনুষ্ঠানে তার পেছনেই এক যুবক দাঁড়িয়েছিলেন। জায়েদ তার দিকে ইঙ্গিত করে বলেন, এই যে এই ছেলেটি, তার গার্লফ্রেন্ড তাকে আমার ছবি পাঠিয়ে বলেছেন, জায়েদ খানের মতো হও। একই অনুষ্ঠানে তিনি বলেন, আমি সব সময় দামি ব্রান্ডের পোশাক পরি। হাতের ঘড়িটি দেখিয়েও তিনি বলেন এটি রোলেঅক্স ব্র্যান্ডের।
এর আগেও এই সফর নিয়ে কথা বলেছেন জায়েদ খান। সেখানে দাবি করেন, তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা উন্মুখ হয়ে আছেন। এমনকি গত তিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ জার্সিসহ কয়েকটি অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের কাছ থেকে ফোনকল পাচ্ছেন বলেও জানান তিনি।
আয়োজক সূত্রে জানা গেছে, নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে ২৫ জুন অনুষ্ঠিত হবে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড। পরবর্তীতে আগামী ১ জুলাই ভার্জিনিয়ার হিন্ড্রন হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড। জেমস, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, তাহসান, মিশা সওদাগর, অমিত হাসান, শারমীন সুলতানা সুমী, সাজু খাদেম, প্রতীক হাসান, পূজা চেরি, কেয়া পায়েলের মতো তারকারা এতে অংশ নেবেন।
এ বিষয়ে সংবাদমাধ্যম প্রথম আলোকে জায়েদ খান বলেন, “আমাকে নিয়ে ভক্তদের আগ্রহ কেমন, সেটা ফেসবুকে গেলেই বুঝতে পারবেন। যে কারণে যখন ঘোষণা করা হলো আমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছি, তখন সেখানকার ভক্ত ও পরিচিত অনেকেই ফোন দিচ্ছে। তাদের একই কথা, জায়েদ ভাই, দেশ ছাড়বেন কবে? আমি তাদের বলেছি, শিগগিরই দেখা হবে। ঈদের আগেই সেখানে যাব।”
২০১৭ সালে প্রথমবারের মতো ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলেন জায়েদ খান। এ চিত্রনায়কের দাবি, পাঁচ বছর আগের চেয়ে তার জনপ্রিয়তা এখন বেড়েছে। ভক্তদেরও তাকে নিয়ে আগ্রহ বেশি।
দেড় দশকের ক্যারিয়ারে ২০টির মতো সিনেমায় অভিনয় করা জায়েদ খান বলেন, “এখন বিভিন্ন অনুষ্ঠানে গেলে সবাই আমাকে ঘিরে ধরে, ব্যক্তিগত বিষয়ে কথা বলে। সেগুলো নিয়ে এখন আর কথা বলতে চাই না। এখন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেখানে হয়তো নাচ-গান বা অন্য কোনো পারফরম্যান্স থাকবে। সব মিলিয়ে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ নিয়ে আমি খুবই এক্সাইটেড।”
সাম্প্রতিক সময়ে জায়েদ খানকে ঘিরে সৃষ্ট আলোচনার অধিকাংশই তার ব্যক্তিগত জীবন বিষয়ক মন্তব্যকে ঘিরে। যার বেশিরভাগই প্রেম, বিয়ে এবং নারী ভক্ত সংক্রান্ত।
নারীরা তার জন্য পাগল- এ ধরনের কথাবার্তা বলে সম্প্রতি অনেকবারই খবরের শিরোনামে এসেছেন জায়েদ খান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার এ অভিনেতা-সংগঠক জানান, নারীদের কাছ থেকে তিনি যত প্রেম নিবেদন পেয়েছেন- তা অবিশ্বাস্য।
এ প্রসঙ্গে জায়েদ বলেন, “আমার মধ্যে কোনো লুকোচুরি নেই। আমাকে ঘিরে কোনো বদনাম ঢালিউডে পাবেন না। অনেকে আমার ক্ষতি করার চেষ্টা করেন। তারা যদি আমার নেতিবাচক কিছু পেতেন, সেটাও ভাইরাল হতো।”
উল্লেখ্য, জায়েদ খানকে সর্বশেষ গত ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। কিছুদিন আগে তিনি জাহিদ হোসেনের পরিচালনায় “সোনার চর” সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমার ডাবিং নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন নায়ক। এ সিনেমায় আরও অভিনয় করেছেন- ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।