বিনোদন ডেস্ক : দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন সবসময় মানবিকতার পক্ষে কাজ করেন। এর আগেও সেই নজির রয়েছে। এবার কেরালায় ভূমিধসে দুর্গতদের পাশে দাঁড়ালেন এই অভিনেতা।
জানা গেছে, ভারতের কেরালায় ওয়েনাডে ভূমিধসে বিধ্বস্ত হয়ে নিহত ছাড়িয়েছে সাড়ে তিনশো। নিখোঁজ রয়েছে শতাধিকেরও বেশি। অসহায়ের পাশে এগিয়ে এলেন আল্লু অর্জুন।
সামাজিক মাধ্যমে একটি পোস্টে আল্লু অর্জুন জানায়, ‘ভূমিধসে কেরালায় যে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমি শোকাহত। কেরালা আমায় এত ভালবাসা দিয়েছে। আমি কেরালার সিএম রিলিফ ফান্ডে ২৫ লাখ টাকা দিতে চাই। আশা করি এতে উদ্ধারকার্যে কিছু সাহায্য হবে। কেরালার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওদের আরও শক্তি দিক।
সামাজিক মাধ্যমে পোস্টের পর আল্লু আর্জুনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তার অনুরাগীরা। অনেকে গর্ববোধ করছেন অভিনেতাকে নিয়ে।
বাড়ি ভাড়া দিতে না পেরে রাস্তায় রাস্তায় ঘুরেছেন, আজ তিনি সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেত্রী
আল্লু অর্জুন দক্ষিণ ভারতীয় একমাত্র অভিনেতা যার ফেসবুকে দুই কোটি দশ লাখ অনুসারী আছে। জনপ্রিয় মালয়ালম টেলিভিশন চ্যানেল এশিয়ানেট তাকে প্রবাসী রত্ন পুরস্কারম প্রদান করে সম্মানিত করে। আল্লু অর্জুনের প্রতিক্ষীত ছবি ‘পুষ্পা টু’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।