জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জে তীব্র তাপপ্রবাহের কারণে একটি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন দুপুরে ওই শিক্ষার্থীরা বিদ্যালয়ের দুতলায় ক্লাস করছিল। এরপর হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া এক শিক্ষার্থীকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অভিভাবকদেরকে ডেকে বাকি শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়। অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্কুল ছুটি দেওয়া হয়েছে।
হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে।
হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. নুরুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্কুল পরিদর্শনে গিয়েছিলাম। ২৪ জন বর্তমানে সুস্থ আছে। আর ৯ বছর বসয়ী এক শিক্ষার্থী পেটে হালকা ব্যাথা ভর্তি হয়েছিলো। বর্তমানে সে সুস্থ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।