জুমবাংলা ডেস্ক : ঈদ-উল আযহার আগে সরবরাহ অপর্যাপ্ত হওয়ায় কাঁচাবাজারে টমেটো, শসা ও গাজরের দাম বেড়েছে।
রাজধানীর নিউ ইস্কাটন পাম্পের কাছে সবজি বিক্রেতা নাজির আমিন বলেন, “দুই দিন আগে টমেটো বিক্রি করেছি ৩২০ টাকা কেজি, আজকে মাত্র ২৫০ টাকা।”
দাম এত বেশি কেন জানতে চাইলে তিনি বলেন, মৌসুম শেষ হওয়ায় বাজারে দেশি টমেটো নেই। এগুলো ভারতীয় টমেটো, তাই দাম বেশি।
একই অবস্থা কারওয়ান বাজারের পাইকারি বাজারেও।
কারওয়ান বাজারে ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায়। একটু নিম্ন মানের টমেটো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়।
কারওয়ান বাজারের বিক্রেতা কালাম মিয়া বলেন, “এগুলো ভারতীয় টমেটো। আমদানি করতে খরচ বেশি। এছাড়া ঈদের কারণে সকালে চাহিদা বেড়েছে, তাই বাজারে দামও বেশি।”
শুধু টমেটোই নয়, ঈদকে সামনে রেখে বেড়েছে শসা ও গাজরের দামও।
রাজধানীর হাতিরপুলের সবজি বিক্রেতা শরির হোসেন বলেন, প্রতি কেজি শসার দাম ১২০ টাকা এবং গাজর ১০০ টাকা কেজি।
দাম কমাতে বললে তিনি বলেন, “মামা, দরকষাকষি করবেন না, ঈদ উপলক্ষে দাম বাড়েছে, যার কারণে আমাকে বেশি দামে সবজি কিনতে হয়েছে।”
কাওরান বাজারের গাজর বিক্রেতা নুরু মোল্লা জানান, প্রতিবছর ঈদের সময় শসা, টমেটো ও গাজরের দাম কিছুটা বেড়ে যায়। তবে এ বছর বন্যার কারণে উত্তরবঙ্গে এসব সবজির সরবরাহ কম থাকায় দাম অনেক বেড়ে গেছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।