বিনোদন ডেস্ক : ওটিটি প্লাটফর্ম হইচইয়ে চলতি বছরের আগস্টে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। এতে অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হন এই অভিনেতা। সৈয়দ আহমেদ শাওকী নির্মিত ওয়েব সিরিজে রহস্যময় এক কয়েদির চরিত্রে দেখা গেছে ‘মুনপুরা’র সোনাইকে। হঠাৎ কারাগারের ১৪৫ নম্বর কক্ষে আবির্ভূত হন তিনি। যিনি কিনা বোবা এবং বধির।
ইশারা ভাষায় মাধ্যমে জানান, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের হত্যার অপরাধে প্রায় ২৫০ বছর ধরে কারাগারে আছেন তিনি। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। ওয়েব সিরিজটির পার্ট ওয়ান দেখার পর সবার একটাই প্রশ্ন ছিল, কবে আসবে ‘কারাগার পার্ট টু’। সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। ইতোমধ্যেই জানা গেছে, ডিসেম্বরের ১৫ তে মুক্তি পেতে যাচ্ছে ‘কারাগার পার্ট টু’।
এর আগে প্রচারণা জন্য সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয় ‘কারাগার পার্ট টু’র পোস্টার। যা নজর কেড়েছে ‘কারাগার’র দর্শকদের।
এবারের পোস্টারেও রাখা হয়েছে চমক। এবার কি চঞ্চল চৌধুরীর মুখোমুখি হচ্ছেন চঞ্চল, সে প্রশ্ন করছেন কৌতূহলী দর্শকেরা। কারণ পোস্টারের ওপরে লেখা, ‘রিটার্ন চঞ্চল চৌধুরী’। এর ক্যাপশনে লেখা, ‘২৫০ বছরের অপেক্ষা, তার সাজা কি এবার শেষ হবে?’
পোস্টারে দেখা যায়, চঞ্চলের মুখোমুখি চঞ্চল। এক চঞ্চল কারাগারের মধ্যে, আরেকজন বাইরে। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এবার রহস্য আরো বেশি জমতে যাচ্ছে। সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।