২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ হামিদুল হক নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে রামু বাইপাস ফুটবল চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইয়াবা সরবরাহের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

আটক হামিদুল হক রামুর খুনিয়াপালং ইউনিয়নের খোয়াইংগা কাটা এলাকার নুরুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মোহাম্মদ আবু তাহের দেওয়ান।

তিনি জানান, গোপন সংবাদে খবর আসে এক মাদক কারবারি মাদকের চালান পাচার করছে। এমন তথ্যে মঙ্গলবার বিকেলে রামুর বাইপাস ফুটবল চত্বরের পশ্চিম পাশে রহমান পোল্ট্রি ফিড সেন্টারের সামনে কৌশলে অবস্থান নেয় রামু থানার এসআই এসআই অসীম চন্দ্র ধর ও এএসআই জহির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। একজন যুবক সিএনজি যোগে যাওয়ার সময় তাকে থামানো হয়। সিএনজিতে তল্লাশি চালিয়ে বিপুল ইয়াবা মিলে। পরে গুনে দেখে সেখানে ২৫ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় ওই যুবককে আটক ও সিএনজিটি জব্দ করা হয়েছে।

আটক যুবকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।