ভারতের বাজারে Vivo তাদের নতুন টি-4 সিরিজের Vivo T4 Pro 5G ফোনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 26 আগস্ট দুপুর 12টা সময়ে প্রিমিয়াম মিড রেঞ্জে ফোনটি লঞ্চ করা হবে। ইতিমধ্যেই ফ্লিপকার্টের মাইক্রোসাইটে ফোনটি লাইভ হয়ে গেছে। এই সাইটের মাধ্যমে ফোনটির ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। কোম্পানির তাদের নতুন ফোনের মাধ্যমে ইউজারদের কম দামে ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T4 Pro 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
প্রকাশ্যে আসা টিজার ইমেজ অনুযায়ী Vivo T4 Pro ফোনটি প্রিমিয়াম ফিনিশ সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে ভার্টিক্যাল প্যাটার্ন দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে গ্লসি ব্ল্যাক ভার্টিক্যাল মডিউলের ক্যামেরা সেটআপ রয়েছে। এতে কালার আউটলাইন দেওয়া হয়েছে।
ক্যামেরা মডিউলে “Tele Lens” মার্কিং রয়েছে, এর ফোনটিতে 3x Periscope টেলিফটো ক্যামেরা থাকবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়া ফোনটিতে Vivo এর সিগনেচার Aura Light পোট্রেট সিস্টেমও রয়েছে, এর ফলে আরও ভালোভাবে লো-লাইট ফটোগ্রাফি উপভোগ করা যাবে।
Vivo T4 Pro ফোনটিতে Quad Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে নতুন Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকবে বলে জানা গেছে। আগের তুলনায় এই চিপসেটে আরও ভালো AI প্রসেসিং এবং পাওয়ার এফিয়েন্সি পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত ফোনের চার্জিং স্পীড সম্পর্কে জানানো হয়নি, তবে এতে ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
সবচেয়ে বড় বিশেষত্ব হল Vivo T4 Pro ফোনের ক্যামেরা সেটআপ বাটন। এই ফোনটিতে 50MP Sony IMX882 OIS প্রাইমারি সেন্সর এবং 50MP Periscope টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 3x অপ্টিক্যাল জুম সাপোর্ট করবে। এই বাজেট রেঞ্জে প্রথম এই ফিচার ব্যাবহার করা হবে। এছাড়া ফোনের ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরার সাহায্যে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।
কোম্পানির অফিসিয়াল বক্তব্য অনুযায়ী Vivo T4 Pro ফোনটি ভারতে 25,000 টাকা থেকে 30,000 টাকা রেঞ্জে লঞ্চ করা হবে। এই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত Realme GT 6T, iQOO Neo 10 এবং Motorola Edge 60 Fusion ফোনগুলি সঙ্গে আপকামিং ফোনটির প্রতিযোগিতা হতে পারে।
তবে Vivo T4 Pro ফোনটিতে Periscope Telephoto ক্যামেরা, Aura Light পোট্রেৎ ফিচার ও কোয়াড কার্ভড ডিসপ্লে দেওয়া হতে পারে। যারা 30 হাজার টাকা বাজেট রেঞ্জে প্রিমিয়াম ফোন উপভোগ করতে চাইছেন, তাদের জন্য Vivo T4 Pro ফোনটি একটি ভালো অপশন হতে চলেছে।
অর্থাৎ যেসব ইউজাররা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সহ প্রিমিয়াম ডিজাইন, ডিসপ্লে এবং বড় ব্যাটারি চাইছেন, সেইসব ইউজারদের জন্য এটি একটি দারুণ অপশন।
যদি কারোর বাজেট 25 থেকে 30 হাজার টাকার মধ্যে হয় এবং উপরোক্ত ডিটেইলস অনুযায়ী ফোন কিনতে চান, তবে Vivo T4 Pro ফোনের জন্য অপেক্ষা করতে পারেন। অন্যদিকে যারা হাই-এন্ড গেমিং ফোন চাইছেন, তাদের জন্য iQOO Neo 10 এবং Realme GT 6T ফোনটি একটি অপশন। 26 আগস্ট লঞ্চের পরই Vivo T4 Pro ফোনটির সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।