২৬টি গুরুত্বপূর্ণ খাতে সিদ্ধান্ত নিতে অর্থ বিভাগের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অর্থ বিভাগে বিবেচনার জন্য এসব বিষয় পাঠানো বাধ্যতামূলক বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ বিষয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়।
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
আদেশে ১৯ জানুয়ারি সই করেন অর্থ সচিব ড. মোহাম্মদ খায়েরুজ্জামান মজুমদার। এতে পরিচালন ও উন্নয়ন—উভয় বাজেটের আওতায় আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃঅর্পণের একটি হালনাগাদ কাঠামো নির্ধারণ করা হয়েছে। নতুন এ আর্থিক ক্ষমতা আদেশ জারির দিন থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


