Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধগ্রস্ত ইউক্রেনের পশ্চিমাঞ্চলে জ্বালানিবাহী ট্রাকের সাথে বাসের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
ইউক্রেনের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে রিভনে এলাকায় এই দুর্ঘটনা।
এক টেলিগ্রাম পোস্টে মন্ত্রণালয়টি জানিয়েছে,‘এই দুর্ঘটনায় মোট ২৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে ২৪ জন যাত্র ও দুইজন চালক। আরও ১২ জন আহত, যাদের মধ্যে ১১ জন বাসের যাত্রী, আরেকজন জ্বালানিবাহী ট্রাকের ড্রাইভার। দুর্ঘটনার শিকারদের বয়স ১৭-৬৯ বছর।’
মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, বাসটি ৩৪ জন যাত্রী নিয়ে পোল্যান্ডের দিকে যাচ্ছিল।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।