২৬ লাখ টাকা খরচ করে নেকড়ে হয়ে গেলেন যুবক

নেকড়ে

আন্তর্জাতিক ডেস্ক : ছেলেবেলায় একবার ইচ্ছে হয়েছিল, বড় হয়ে নেকড়ে সেজে ঘুরে বেড়াবেন। বড় হয়ে সেই ইচ্ছে পূরণ করলেন জাপানের টোরু উয়েদা। পেশায় হাইওয়ে ইঞ্জিনিয়ার এই ব্যক্তি নেকড়ে হতে খরচ করেছেন ১৯ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ টাকা।

নেকড়ে

তবে এখন আর নেকড়ের জীবন ভালো লাগছে না উয়েদার। সংবাদমাধ্যম লেডবাইবেল বলছে, সম্প্রতি নেকড়ের কস্টিউম খুলে স্বাভাবিক মানুষের জীবনে ফিরেছেন তিনি। কারণ হিসেবে গণমাধ্যমকে জানান, ‘নেকড়ে থাকা অবস্থায় নিজেকে আর মানুষ মনে হতো না, যেটি আমাকে পীড়া দিত।’

৩২ বছর বয়সী উয়েদা এতদিন নিজেকে তেমন একটা প্রকাশ করেননি। নতুন করে এ উপলব্ধি হওয়ার পর জানালেন নেকড়ে হওয়ার সব প্রক্রিয়ার কথা। সময়টা খারাপ কাটেনি বলেও জানান তিনি।

নেকড়ে

জাপানের স্পেশালিস্ট প্রোডাকশন ও মডেলিং প্রতিষ্ঠান জেপেট ওয়ার্কশপের মাধ্যমে নেকড়ে হওয়ার স্বপ্ন পূরণ করেছিলেন উয়েদা। নেকড়ে সাজতে ৫০ দিনের বেশি সময় লেগেছিল তাঁর।

লজ্জা দূর করার ৫ উপায়, যা অনেকেই জানেন না

টোরু উয়েদার মতে, ‘কস্টিউম পরানোর পর আমি যখন আয়নার দিকে তাকিয়েছিলাম, মনে হয়েছিল, একটি সত্যিকারের নেকড়ে দাঁড়িয়ে আছে। নিজেকে দানব মনে হচ্ছিল সেদিন। তবে নেকড়ের মতো করে হাঁটা বেশ কঠিন কাজ।’