আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি বড় হীরার কোম্পানির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ দুটি ভারতীয় কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ করেছে। রয়টার্স/টাইমস অব ইন্ডিয়া।
তিনটি ভারতীয় সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইতিমধ্যে ওই ২৬ মিলিয়ন ডলার ছেড়ে দিতে ভারতীয় কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে। রাশিয়ার ওই কোম্পানিটির নাম আলরোসা, যেটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। এর সঙ্গে ভারতীয় ওই দুই হীরা কোম্পানির বাণিজ্য সংযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
মার্কিন অর্থ বিভাগের অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল (ওএফএসি) এ বছর ওই অর্থ জব্দ করে বলে দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। এই সূত্রগুলো ভারতীয় সরকারি কর্মকর্তা, যারা বিষয়টির স্পর্শকাতরতার কারণে নিজেদের পরিচয় বা কোম্পানি দুটির নাম প্রকাশ করতে রাজি হয়নি।
ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ নানা নিষেধাজ্ঞা আরোপ করে।
অজ্ঞাত ওই ভারতীয় কোম্পানিগুলোর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইউনিটগুলো যখন অমসৃণ হীরা কেনার জন্য অর্থ স্থানান্তর করার চেষ্টা করছিল, তখন মার্কিন অর্থ বিভাগের বিদেশি সম্পদসংক্রান্ত ওই দপ্তর সেই অর্থ জব্দ করে।
রয়টার্স অবশ্য নিশ্চিত হতে পারেনি যে ওই অর্থ আলরোসা নাকি অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তর করা হচ্ছিল।
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত আলরোসা বিশ্বের সবচেয়ে বড় অমসৃণ হীরা উৎপাদনকারী কোম্পানি। ভারতের বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন অর্থ বিভাগও কোনো মন্তব্য জানায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।