বিনোদন ডেস্ক : ঢালিউডে এখন আর সেই রমরমা অবস্থা নেই। দিন দিনই কমছে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা। বলা যায়, শূন্য দশকের পর থেকেই রীতিমতো খরা চলছে চলচ্চিত্রাঙ্গনে। হলের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে ছবির সংখ্যা। একসময় যেখানে গড়ে প্রতিবছর ৭০টি ছবি মুক্তি পেত, এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে বড়জোর ৪০-৫০টির ঘরে।
চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্য মতে, এ বছর বিগত ৬ মাসে (জানুয়ারি-জুন) মুক্তি পেয়েছে ২৬টি ছবি। এরমধ্যে প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ছবির সংখ্যা মাত্র ৫টি। পরবর্তী তিন মাসে (এপ্রিল-জুন) এই সংখ্যা ২১টি। যেখানে গত বছর এই সময়ে মুক্তি পেয়েছিল ৩৩টি ছবি। জানুয়ারি থেকে জুন ১৩টি, আবার এপ্রিল থেকে জুনের মধ্যে ২০টি ছবি মুক্তি পেয়েছিল।
এদিকে, চলতি বছর মুক্তি পাওয়া অধিকাংশ সিনেমাই প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়েছে। হিট কিংবা ব্যবসায়িক দৃষ্টিকোণে সফলতার দেখা পায় মাত্র দুটি ছবি—‘রাজকুমার’ ও ‘তুফান’। দুটিরই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বাকি সিনেমাগুলোর দুই-একটি সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেলেও কথিত বক্স অফিসে একেবারেই সুবিধা করতে পারেনি।
দেখে নেওয়া যাক চলতি বছর এখন পর্যন্ত আলোচিত ছবি দুটির সাফল্যের চিত্র—
রাজকুমার
গত ঈদুল ফিতরে শতাধিক হলে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। প্রণয়ধর্মী গল্পে এটি পরিচালনা করেন নির্মাতা হিমেল আশরাফ। এতে শাকিবের সঙ্গে জুটি বাঁধেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করেন এরশাদ আদনান। ছবিতে বালাম ও কোনালের গাওয়া ‘রাজকুমার’ গানটিও ফেরে মুখে মুখে। সেসময় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছিল, রেকর্ড পরিমাণ ব্যবসা করছে শাকিবের রাজকুমার। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল ৮ কোটি। সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে জানা যায়, মুক্তির পর দেশ-বিদেশ মিলিয়ে মোট ২৬ কোটি টাকার ব্যবসা করেছে রাজকুমার।
তুফান
ঢালিউডে এখন সর্বত্র আলোচনায় শাকিব খান অভিনীত ‘তুফান’। মুক্তির পর সিনেমাটি দেখতে দর্শকদের উৎসাহ-উন্মাদনা প্রথম থেকেই চোখে পড়ার মতো। অনেক দিন পর জিমিয়েপড়া চলচ্চিত্রাঙ্গন যেন প্রাণ ফিরে পেল। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনের হলগুলোতেও দর্শকদের উপচেপড়া ভিড়। নির্মাতা রায়হান রাফীও ইতিমধ্যে তুফানকে ব্লকবাস্টার বলে ঘোষণা দিয়েছেন। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও টলিউডের মিমি চক্রবর্তী। এদিকে, কনার কণ্ঠে ‘দুষ্টু কোকিল’ ও প্রীতম হাসান-দেবশ্রী অন্তরার গাওয়া ‘লাগে উড়াধুরা’ গান দুটিও বেশ সাড়া ফেলেছে। তুফান-এর নির্মাণ ব্যয় ১০ কোটি টাকা। সংশ্লিষ্টদের ভাষ্য মতে, মুক্তির প্রথম ১০ দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ঢাকাই সিনেমায় এখন যে সুবাতাস বইছে, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে ফের চাঙা করা সম্ভব।
তবে চলচ্চিত্রাঙ্গনে উল্টো মতও রয়েছে। কেউ কেউ প্রশ্ন রাখছেন, এক বছরে কয়টা আর হিট সিনেমা আসে, যেটা দিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব?
একনজরে ২০২৪ সালের প্রথম ৬ মাসে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকা—
জানুয়ারি: শেষ বাজি, কাগজের বউ
ফেব্রুয়ারি: ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি, ছায়াবৃক্ষ, পটু
মার্চ: কোনো সিনেমা মুক্তি পায়নি
এপ্রিল: সোনার চর, কাজলরেখা, রাজকুমার, দেয়ালের দেশ, মায়া—দ্য লাভ, লিপস্টিপ, মেঘনা কন্যা, ওমর, জ্বীন ২, আহারে জীবন, মায়া
মে: ডেডবডি, শ্যামা কাব্য, ফাতিমা, ময়নার শেষ কথা, সুস্বাগতম
জুন: তুফান, ময়ূরাক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।