আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা লিসা ওগলেট্রি বুকের দুধ দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ২৬০০ লিটার দুধ দান করে তিনি নিজের আগের রেকর্ডটি ছাড়িয়ে গেছেন। টাইমস নাউ-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লিসা ওগলেট্রির এখন পর্যন্ত দানকৃত বুকের দুধের পরিমাণ পৃথিবীতে অন্য কারো দানের চেয়ে সবচেয়ে বেশি। তিনি বর্তমানে ২৬৪৫ লিটার দুধ দান করে গিনেস রেকর্ডে স্থান পেয়েছেন। এর আগে, ২০১৪ সালে ১৫৬৯ লিটার বুকের দুধ দান করে প্রথমবারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন। এবার সেই কৃতিত্বকে তিনি ছাড়িয়ে গেছেন, যা তার নিঃস্বার্থ ভালোবাসার প্রতি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
যে প্রতিষ্ঠানটির মাধ্যমে তিনি দুধ দান করেন, নর্থ টেক্সাসের “মাতৃদুগ্ধ ব্যাংক”, তাদের তথ্য অনুযায়ী, এক লিটার বুকের দুধ অন্তত ১১টি অকাল শিশুর জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। এই পরিসংখ্যান অনুযায়ী, লিসা ওগলেট্রির দানে এখন পর্যন্ত প্রায় ৩.৫ লাখ শিশুর জীবন রক্ষা হয়েছে। তার দান করা দুধের মাধ্যমে এখন পর্যন্ত ৩৭,০০০-এরও বেশি শিশুকে সহায়তা করা হয়েছে।
লিসা ওগলেট্রি সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমার একটি বড় হৃদয় আছে, তবে এত বেশি টাকা নেই, যে ভালো কাজের জন্য খরচ করতে পারি। আমার একটি পরিবারও আছে। তবে বুকের দুধ দান করে আমি সেই ভালো কাজ করতে পারি এবং মানুষের জীবনে একটু হলেও পরিবর্তন আনতে পারি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।