প্রতি বছরই অ্যাওয়ার্ড নাইট আয়োজন করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী ১৬ অক্টোবর সৌদি আরবের রিয়াদে বসবে এএফসি অ্যাওয়ার্ডের ২৬তম আসর। নারী-পুরুষ সেরা খেলোয়াড়সহ মোট ২০ ক্যাটাগরির পুরস্কারের মধ্যে বাংলাদেশ ফুটবল দুই ক্যাটাগরির জন্য মনোনীত হয়েছে।
শুক্রবার অফিসিয়াল ওয়েবসাইটে এই পুরস্কার ঘোষণা করেছে এএফসি। এই অ্যাওয়ার্ডে বাফুফের এটাই সর্বোচ্চ মনোনয়ন। মনোনীতদের মধ্যে থেকে প্রতি ক্যাটাগরিতে একজন ব্যক্তি/সংস্থা পুরস্কৃত হবেন।
তৃণমূলে ফুটবলের উন্নয়নে ভূমিকা ও কাজের জন্য আরও উৎসাহিত করতে তিন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন এএফসি সভাপতি গ্রাসরুটে। ব্রোঞ্জ ক্যাটাগরিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, নর্দান মারিয়ানা ও ভিয়েতনাম ফুটবল ফেডারেশন মনোনীত হয়েছে।
তৃণমূলে কাজের জন্য এএফসি থেকে বাফুফে এটাই প্রথম কোনো স্বীকৃতি পেতে যাচ্ছে। বাফুফে এবার এএফসি গ্রাসরুট ডে-তে কয়েক’শ ক্ষুদে ফুটবলার নিয়ে বড় অনুষ্ঠান করেছিল যশোরের শামসুল হুদা একাডেমিতে। রাজশাহীতে বাফুফে নিবন্ধিত সকল একাডেমিকে সনদও দিয়েছিল। ফেডারেশনের এমন কর্মকাণ্ড ও প্রতিবেদনের ভিত্তিতেই মূলত মিলেছে এই স্বীকৃতি।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত গ্রাসরুটে অনেক এগিয়ে থাকায় সিলভার ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। সিলভার ক্যাটাগরির আরও দুই দেশ মালয়েশিয়া ও গুয়াম। গ্রাসরুটে গোল্ড ক্যাটাগরিতে রয়েছে চীন, সৌদি ও সংযুক্ত আরব আমিরাত।
গ্রাসরুটের পাশাপাশি এএফসি তাদের অধীভুক্ত দেশগুলোর ফেডারেশনকেও তিন ক্যাটাগরিতে বছরের কাজের ভিত্তিতে সামগ্রিক মূল্যায়নের স্বীকৃতি দেয়। রুবি ক্যাটাগরিতে বাংলাদেশ, গুয়াম ও লাও ফুটবল ফেডারেশন এই স্বীকৃতি পাচ্ছে।
প্রশাসনিক কর্মকাণ্ডসহ সবকিছুর মূল্যায়নে মেম্বার এসোসিয়েশনের স্বীকৃতি আসে। বাংলাদেশ গ্রাসরুটের মতো এখানেও তৃতীয় ক্যাটাগরিতে অবস্থান করছে। কয়েক বছর আগে এএফসি মেম্বার এসোসিয়েশন ইন্সপায়ারিং অ্যাওয়ার্ড পেয়েছিল বাংলাদেশ।
গোল্ড ক্যাটাগরিতে একমাত্র মনোনীত হয়েছে হংকং ফেডারেশন। ডায়মন্ড ক্যাটাগরিতে চীন, থাইল্যান্ড ও ভিয়েতনাম ফেডারেশন। এক বছরে এএফসির বিভিন্ন প্রতিযোগিতা কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য ফেডারেশন ছাড়া আঞ্চলিক সংস্থারও স্বীকৃতি দেয় এএফসি। এবার আসিয়ান, ইস্ট এশিয়ান ফুটবল ফেডারেশনের পর সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনও মনোনীত হয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার দৌড়ে।
এশিয়ার সেরা পুরুষ ফুটবলার হিসেবে মনোনীত হয়েছেন মালয়েশিয়ার আরিফ আইমান, কাতারের আকরাম আতিফ ও সৌদি আরবের সালেম। নারী ফুটবলার হিসেবে মনোনয়ন পেয়েছেন অস্টেলিয়ার হলি, চীনের ওয়াং ও জাপানের হানা। উদীয়মান, রেফারি, ফুটসালসহ আরও অনেক ক্যাটগারি রয়েছে এএফসি অ্যাওয়ার্ডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।