আন্তর্জাতিক ডেস্ক : একটি বাড়ি থেকে ২৫ লাখ টাকার গয়না এবং নগদ প্রায় ২ লাখ টাকা চুরি করে পালালো চোর। যাওয়ার সময় মালিকের উদ্দেশে ঘরের টিভি স্ক্রিনে লিখে দিয়ে গেলো, ‘আই লাভ ইউ।’ চোরের এই রসিকতা থেকে পুলিশও স্তম্ভিত। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ গোয়ার মারগাঁও। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, দু’দিনের জন্য ঘুরতে গিয়েছিলেন বাড়ির মালিক আসিব জেক। মঙ্গলবারই বাড়িতে ফেরেন তিনি। ঘরে ঢুকতেই দেখেন আলমারি ভাঙা, সব কিছু ওলটপালট করা। আলমারির কাছে যেতেই মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয় তার। আসিব দেখেন, লকারে রাখা ২৫ লাখ টাকার সোনা এবং রুপোর গয়না গায়েব। নগদ প্রায় দুই লাখ টাকাও উধাও।
সব খুইয়ে যখন আসিব মুষড়ে পড়েছিলেন, ঠিক তখনই চোখ যায় ঘরের টিভি স্ক্রিনের ওপর। সেখানে বড় বড় করে মার্কার পেন দিয়ে লেখা, ‘আই লাভ ইউ’। অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আসিব। পুলিশ জানিয়েছে, চোরের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।