বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : 2025 সালের 27 মে রিয়েলমি GT 7 সিরিজ ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Realme GT 7 এবং Realme GT 7T স্মার্টফোন দুটি পেশ করা হবে। এটি গত বছরের Realme GT 6 সিরিজের সাক্সেসার হতে চলেছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের টিজার ইমেজ শেয়ার করা হয়েছে, এর মাধ্যমে ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। আগেই Realme GT 7 ফোনটি চীনে লঞ্চ করা হয়েছিল এবং একইসঙ্গে ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন জানা গেছে। বর্তমানে আমাজন ইন্ডিয়া সাইটে Realme GT 7T ফোনের ডিজাইন এবং কালার অপশন দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme GT 7T ফোনের ডিটেইলস সম্পর্কে।
আমাজনে Realme GT 7T ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এর মাধ্যমে ফোনের ডিজাইন এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে। সাইটে Power That Never Stops ক্যাপশন সহ লিস্টেড রয়েছে।
ফোনটি ব্ল্যাক, ব্লু এবং ইয়েলো কালার অপশনে পাওয়া যাবে। ইয়েলো কালার অপশনের ব্যাক প্যানেলে রিয়েলমি ব্র্যান্ডিং সহ ভারর্টিক্যাল ব্ল্যাক স্ট্রিপ রয়েছে। এই ফোনের কালারে লেদার ফিনিশ দেওয়া হয়েছে।
ফোনটির ব্যাক প্যানেলে বড় স্কয়ার মডিউল রয়েছে, এতে দুটি ক্যামেরা সেন্সর এবং রিঙের মতো LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ফোনটির নীচের দিকে USB টাইপ-C পোর্ট, স্পিকার ভেন্ট এবং সিম কার্ড ট্রে দেওয়া হয়েছে।
Realme GT 7 ফোনের ডিজাইন একইরকম, তবে এই ফোনের স্কয়ার মডিউলে আলাদা ক্যামেরা লেআউট রয়েছে।
Realme GT 7T এর সম্ভাব্য স্পেসিফিকেশন
বর্তমানে আমাজন লিস্টিঙের মাধ্যমে এর চেয়ে বেশি স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, গীকবেঞ্চ প্ল্যাটফর্মে Realme GT 7T ফোনটি দেখা গেছে।
গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে জানা গেছে ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 চিপসেট থাকবে। আগের রিয়েলমি GT 6T ফোনে স্ন্যাপড্রাগন 7+ জেন 3 চিপসেট ছিল।
এই ফোনটি 8GB RAM সহ পেশ করা হবে, তবে লঞ্চের সময় অন্যান্য অপশন থাকতে পারে।
TUV রিনল্যান্ড সার্টিফিকেশন সাইটের মাধ্যমে জানা গেছে Realme GT 7T ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আগের মডেলের 100W চার্জিঙের তুলনায় কিছুটা বেশি।
এই মাসের শেষের দিকে Realme GT 7T ফোনের দাম সম্পর্কে জানা যাবে। জানিয়ে রাখি Realme GT 6T ফোনের দাম 30,999 টাকা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।