কানাডার ২৮ জন নাগরিকের ওপর অনির্দিষ্টকালের জন্য দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নব্য-নাৎসিবাদকে সমর্থন এবং ইউক্রেনের কিয়েভ সরকারের উগ্র জাতীয়তাবাদী মতাদর্শের প্রসারে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত অটোয়ার পক্ষ থেকে আগে ঘোষিত রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবেই মস্কো এই সিদ্ধান্ত নিল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নিষিদ্ধ ঘোষিত এই ২৮ জন ব্যক্তি কানাডার বিভিন্ন প্রো-বান্দেরা (ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদী) সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।
তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক সত্যকে উপেক্ষা করে ইউক্রেনের কট্টরপন্থি এবং আপসহীন জাতীয়তাবাদীদের সঙ্গে কানাডার সম্পর্ক দৃঢ় করতে কাজ করছেন। রাশিয়া দীর্ঘ দিন ধরেই ইউক্রেনের বর্তমান সরকারকে নব্য-নাৎসিবাদের ধারক বলে অভিযুক্ত করে আসছে। তাদের মতে, এই কানাডীয়রা সেই অপরাধমূলক মতাদর্শকেই মদদ দিচ্ছেন।
মস্কো তাদের এই উদ্বেগের স্বপক্ষে একটি সাম্প্রতিক উদাহরণও তুলে ধরেছে। গত সোমবার (৫ জানুয়ারি) কানাডার সাবেক অর্থমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাশিয়া ফ্রিল্যান্ডকে তীব্র আক্রমণ করে জানিয়েছে যে, তিনি হিটলারের সহযোগী হিসেবে পরিচিত মিখাইল খোমিয়াকের নাতনি। ফ্রিল্যান্ড ইতিপূর্বে ইউক্রেন বিষয়ক কানাডীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মস্কোর মতে, এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো প্রমাণ করে যে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা উগ্র জাতীয়তাবাদী এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত।
রাশিয়ার এই নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ২৮ জন কানাডীয় নাগরিক স্থায়ীভাবে রাশিয়ায় প্রবেশের অধিকার হারালেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে যে কূটনৈতিক যুদ্ধ চলছে এই নিষেধাজ্ঞা সেই উত্তজনায় নতুন মাত্রা যোগ করল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


