জুমবাংলা ডেস্ক : ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে শাস্তি পাচ্ছেন মাধ্যমিকের ২৯ শিক্ষক-কর্মচারী। এর মধ্যে ২২ জন শিক্ষক ও ৭ জন কর্মচারী। সম্প্রতি মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয় সূত্রে এসব তথ্য জানা যায়।
চূড়ান্ত শাস্তির শুরুতে মাধ্যমিকের এই ২৯ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর চিঠি দেয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের নিজ-নিজ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে স্কুলে অনুপস্থিত থাকার স্পষ্ট কারণ উল্লেখ করতে বলা হবে।
জানা যায়, চলতি বছরের জুন মাসে মাধ্যমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন করা প্রতিষ্ঠানে এই ২৯ জন শিক্ষক- কর্মচারীকে বিদ্যালয়ে অনুপস্থিত পাওয়া যায়।
প্রসঙ্গত, এর আগে গত ১১ জুলাই একই অপরাধের দায়ে মাধ্যমিকের ৩৬ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে অধিদপ্তর।
চলতি বছরের এপ্রিলে মাধ্যমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন করা প্রতিষ্ঠানে এই ৩৬ জন শিক্ষককে বিদ্যালয়ে অনুপস্থিত পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।