বিনোদন ডেস্ক : কঠিন সময়ের মধ্যে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। মাস কয়েক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। অসুস্থতা কাটিয়ে উঠে ফিরেছিলেন শুটিংয়ে। সম্প্রতি ‘তালি’ ওয়েব সিরিজের ট্রেলার প্রশংসিত হয়েছে।েএবার বিশেষ সম্মান এল সুস্মিতার ঘরে। টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার (ডি লিট)’ ডিগ্রি দেওয়া হল প্রাক্তন বিশ্বসুন্দরীকে।
নিজের হাতে এ সম্মাননা গ্রহণ করতে পারেননি সুস্মিতা। অভিনেত্রীর হয়ে সম্মান গ্রহণ করেন তার বাবা সুবীর সেন। কেন? তা অডিওবার্তায় জানিয়েছেন অভিনেত্রী।
তিনি বলেন, ‘প্রথমেই অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারার জন্য ক্ষমা চেয়ে নেন অভিনেত্রী। আমি ভাইরাস জ্বরে আক্রান্ত। আর এই অবস্থায় যাতায়াত করার অনুমতি চিকিৎসকরা দেননি।’
সুস্মিতা বলেন, ‘বাবার ভীষণ ইচ্ছে ছিল আমি অনার্স নিয়ে গ্র্যাজুয়েট হই। জীবন অবশ্য আমার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। ১৮ বছর বয়সে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাওয়ার সময় বাবাকে ওয়াদা করেছিলাম জীবনের পরীক্ষায় অনার্স নিয়েই গ্র্যাজুয়েট হব। আজ আমার বাবা আমার হয়ে এই সম্মান নিলেন। আমার চোখের জল বাঁধ মানছে না। সারা জীবন এই স্মৃতি মনে থাকবে।’
আগামী ১৫ আগস্ট থেকে জিও সিনেমায় দেখা যাবে সুস্মিতার ওয়েব সিরিজ ‘তালি’। সিরিজে সমাজকর্মী শ্রীগৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। চরিত্রের জন্য নিজেকে যেন একেবারে পাল্টে ফেলেছেন। সুস্মিতা ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নীতীশ রাঠোর, অঙ্কুর ভাটিয়া, ঐশ্বর্য নারকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।