বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : 23 এপ্রিল রিয়েলমি তাদের নতুন শক্তিশালী গেমিং realme GT 7 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। বিশ্বের প্রথম MediaTek Dimensity 9400+ প্রসেসর সহ realme GT 7 স্মার্টফোনটি পেশ করা হবে। প্রথমে realme GT 7 ফোনটি চীনে এবং পরে অন্যান্য বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং realme GT 7 ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস জানানো হয়েছে।
ডিসপ্লে
realme GT 7 5G ফোনটি 6.8 ইঞ্চির বড় 1.5K স্ক্রিন সহ লঞ্চ করা হবে। এই ফোনটির ফ্ল্যাট ওএলইডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 144 হার্টস রিফ্রেশ রেট এবং 6500 নিটস পিক ব্রাইটনেস সহ 3D ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে।
প্রসেসিং
এই realme GT 7 ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.73GHz ক্লক স্পীডযুক্ত বিশ্বের প্রথম মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএস এবং রিয়েলমি ইউয়াই সহ কাজ করতে পারে।
গেমিং
realme GT 7 ফোনটির ব্যাক প্যানেল নতুন ও অ্যাডভান্স থার্মাল “graphene fiberglass fusion” ডিজাইন সহ তৈরি করা হয়েছে। রেয়ার প্যানেলে উপস্থিত গ্লাস যে কোনো সাধারণ গ্লাসের তুলনায় 6 গুণ বেশি ভালো এবং দ্রুত ফোনের হিট বাইরে বের করতে সাহায্য করবে। ফোনটিতে 7700mm ভেপার কুলিং চেম্বার রয়েছে, ফলে ফাস্ট গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটি LPDDR5x RAM এবং UFS 4.0 storage ফিচার সহ লঞ্চ করা হবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য realme GT 7 5G ফোনটিতে HyperImage+ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। অফিসিয়ালি এখনও পর্যন্ত সেন্সর ডিটেইলস জানানো হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX896 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে জানা গেছে। একইভাবে সেলফির জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
ব্যাটারি
কোম্পানির বক্তব্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য realme GT 7 ফোনটিতে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 7,200এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। অফিসিয়ালি এখনও পর্যন্ত জানা যায়নি, তবে ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
অন্যান্য ফিচার
realme GT 7 5G ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং সহ লঞ্চ করা হবে। বেসিক কানেক্টিভিটির জন্য এই ফোনে 360 ডিগ্রি NFC সাপোর্ট দেওয়া হবে। এই ফোনটিতে IR ব্লাস্টারও থাকবে, এর মাধ্যমে ফোনটিকে টিভি রিমোট হিসেবে ব্যাবহার করা যাবে। আপকামিং realme GT 7 5G ফোনে ডুয়েল স্টেরিও স্পিকারও দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।