দ্বিতীয়বারের মতো সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

koyel mollic

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মতো সন্তানের মা হলেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। শনিবার সকালে সামাজিক মাধ্যমে সুখবরটি ভাগ করে নেন নায়িকা ও তার প্রযোজক স্বামী নিসপাল সিং রানে।

koyel mollic

এর আগে, দুর্গাপূজার সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কোয়েল মল্লিক। তখন থেকে মল্লিক-রানে পরিবারের মধ্যে শুরু হতে থাকে অধীর অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল, ঘর আলো করে কোয়েলের কোলে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। কোয়েল ও সদ্যোজাত দু’জনেই সুস্থ আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যা সন্তানের আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেছেন কোয়েল। সেখানে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।’ অভিনেত্রীর ওই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে নেটিজেনরাও।

‘ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে’

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তান কবীরের জন্ম দেন অভিনেত্রী কোয়েল। এর আগে, ২০১৩ সালে প্রযোজক স্বামী নিসপাল সিং রানেকে বিয়ে করেন এই অভিনেত্রী।