ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আগামী দুই সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কনজারভেটিভ টক রেডিও অনুষ্ঠান দ্য টড স্টার্নস শো-তে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
অনুষ্ঠানে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি বলব, দুই সপ্তাহের মধ্যেই আমরা একভাবে বা অন্যভাবে জানতে পারব। এরপর হয়তো অন্য পথ নিতে হবে, তবে খুব শিগগিরই আমরা জানতে পারব।”
আনাদোলু বলছে, সংঘাত বন্ধের বিষয়ে একাধিক কূটনৈতিক আলোচনার পর ট্রাম্পের এই সময়সীমা নির্ধারণের বিষয়টি সামনে এলো। সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক এবং হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনাও হয়েছে ট্রাম্পের।
তিনি পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনার কথাও জানিয়েছেন। এর পর ত্রিপক্ষীয় বৈঠকে নিজেকেও অন্তর্ভুক্ত করে সংঘাত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলেন। এর আগে ট্রাম্প জেলেনস্কিকে আলোচনায় “স্থিতিশীল” হওয়ার আহ্বান জানিয়েছিলেন, তবে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ তিনি স্পষ্টভাবে নাকচ করেছেন।
ইউরোপীয় দেশগুলো নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে স্থলবাহিনী মোতায়েনের ইঙ্গিত দিয়েছে। সম্ভাব্য শান্তি কাঠামোয় যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা সহযোগিতা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গত বুধবার বলেছেন, শান্তিরক্ষী হিসেবে ন্যাটোর সেনা মোতায়েন গ্রহণযোগ্য নয় এবং মস্কো এ ধরনের নিরাপত্তা নিশ্চয়তা মেনে নেবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।