জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পক্ষের মধ্যে এসব চুক্তি সমঝোতা স্মারক সই হয়।
এরপর দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়ে।
বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি ও ফুটবল সহযোগিতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির সমঝোতা স্মারক সই হয়েছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন। এটি আমাদের জন্য সুসংবাদ। বাংলাদেশের অনেক লোক খেলোয়াড় মেসির ভক্ত। এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে আগামীতে সম্পর্ক আরও বাড়বে।
তিন দিনের সফরে সোমবার সকালে ঢাকায় পৌঁছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। সফরের প্রথম দিন বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়। এর ফলে দীর্ঘ ৪৫ বছর পর আবারও বাংলাদেশে মিশন চালু হলো আর্জেন্টিনার।
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি ফরিদ, সা. সম্পাদক বাবলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।