জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে ৯ দিন ধরে একই পরিবারের তিন শিশু নিখোঁজ রয়েছে। একসঙ্গে তিন সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। প্রতিদিনই সন্তানদের খোঁজে শহরজুড়ে ছোটাছুটি করছেন তারা। দেশবাসীর কাছে সন্তানদের ফিরে পেতে আকুতিও জানিয়েছেন।
গত ১৩ জুন নগরীর কালামিয়া বাজারের জালাল কলোনির ভাড়া বাড়ি থেকে বের হয় তিন সন্তান। পরে আর ফিরে আসেনি ছেলে মো. ইয়াসিন (১১), বরকত আলী (৪) ও মেয়ে ফারজানা (৮)। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। এর আগে কয়েকবার হারিয়ে গেলেও তারা ফিরে আসছিল। এদিকে প্রিয় সন্তানদের হারিয়ে রিকশাচালক বাবা ও গৃহিণী মায়ের দুশ্চিন্তার শেষ নেই। সন্তানদের ছবি হাতে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে।
নিখোঁজ তিন শিশুর বাবা মো. সফিক বলেন, ‘আমরা সন্তানদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। শহরের সব জায়গায় খুঁজছি। ৯ দিন ধরে সন্তানদের কোথাও পেলাম না। পরে থানায় সাধারণ ডায়েরি করেছি।’
এদিকে একই পরিবারের তিন সন্তান হারিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী। তারাও দ্রুত নিখোঁজ শিশুদের সন্ধান চান।
এক প্রতিবেশী জামাল বলেন, ‘আশপাশে অনেক কলোনিতে হাজার হাজার শিশু আছে। আমরাও বাচ্চাদের নিয়ে ভয়ের মধ্যে আছি।’
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, ‘তিন শিশু হারিয়ে যাওয়ার পর আমরাও খুঁজছি। পুলিশ তাদের সন্ধানে মাঠে কাজ করছে। তবে এর আগেও শিশুগুলো হারিয়ে গিয়েছিল।’
গত ১৯ জুন বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ সন্তানদের বাবা সফিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।