তিন দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নিয়েছেন ‘জুলাই শহীদের পরিবার ও আহত’ ব্যক্তিরা। তাদের দাবির মধ্যে রয়েছে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি আইন এবং এগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠানের মঞ্চের সামনে অতিথিদের জন্য সাজিয়ে রাখা চেয়ারে ‘জুলাই শহীদের পরিবার ও আহত’ ব্যক্তিরা অবস্থান নিয়েছেন। এর আগে তারা একই দাবিতে গত রাতে সংসদ ভবন এলাকায় বিক্ষোভ দেখান।
আজ বিকেল চারটায় দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা। বর্তমান পরিস্থিতি কতটা গড়ায়, সেটি নাগরিক কৌতূহলে পরিণত হয়েছে। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
বিক্ষোভকারীরা আজ সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তারা দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। তাদের বাধা দেওয়া চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সেটি সফল হয়নি। বিক্ষোভকারীরা অতিথিদের জন্য সাজিয়ে রাখা চেয়ারে বসে পড়েন।
এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মঞ্চের সামনে অবস্থান নেন।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম সংবাদমাধ্যমকে বলেন, বিক্ষোভকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে যাবেন না বলে জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের জুলাই জাতীয় সনদে সই করার কথা রয়েছে।
তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।