বিনোদন ডেস্ক : এস শঙ্কর নির্মিত আলোচিত সিনেমা ‘ইন্ডিয়ান টু’। তামিল ভাষার এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন— কমল হাসান, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং। গত ১২ জুলাই বিশ্বের ১ হাজার ৬০০ পর্দায় মুক্তি পেয়েছে এটি।
চলতি বছরে বেশ কিছু তামিল সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় ‘ইন্ডিয়ান টু’ (৫৫ কোটি রুপি) সিনেমার অবস্থান সবার শীর্ষে। এরপরের দুই স্থানে রয়েছে— ‘ক্যাপ্টেন মিলার’ (১৬.২ কোটি রুপি), ‘লাল সালাম’ (৮ কোটি রুপি)। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ‘ইন্ডিয়ান টু’। ৩ দিনে সিনেমাটি কত করেছে?
বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘ইন্ডিয়া টু’ আয় করেছে ৫৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৩০ কোটি রুপি, তৃতীয় দিনে ২৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫৪ কোটি ৬৬ লাখ টাকার বেশি)।
স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ইন্ডিয়ান টু’ মুক্তির ৩ দিনে শুধু ভারতে আয় করেছে ৬৯.২ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ৪০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৯.১৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৫৩ কোটি ২৬ লাখ টাকার বেশি।
১৯৯৬ সালে এস শঙ্কর নির্মাণ করেন ‘ইন্ডিয়ান’ সিনেমা। এতেও অভিনয় করেন কমল হাসান। সিনেমাটি তিন বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিল। দীর্ঘ ২৮ বছর পর নির্মিত হলো সিনেমাটির দ্বিতীয় পার্ট।
৩০০ কোটি রুপি বাজেটের ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— সুরিয়া, ববি সিম্বা, বিবেক, প্রিয়া ভবানি শঙ্কর, কালিদাস জয়রাম, মনোবালা, গুলশান গ্রোভার প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।