জুমবাংলা ডেস্ক : খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে বুধবার থেকে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট চলছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা এবং আশপাশের এলাকায় বৃহস্পতিবার থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
তবে গরম স্বস্তিদায়ক হবে না বলে জানিয়েছেন, আবহাওয়াবিদরা।
আপাতত রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা এবং রংপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই কম।
চলতি সপ্তাহের শেষের দিকে, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন জনজীবনে কিছুটা স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এবার তাপপ্রবাহ স্থায়িত্বে রেকর্ড করছে বাংলাদেশ। সাগরে জলীয় বাষ্প কমে যাওয়াতেই দেশজুড়ে তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।