সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় প্রার্থীর পরিবর্তে পক্সী দেয়ার অপরাধে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) জেলা পুলিশ লাইনে মৌখিক পরীক্ষা চলাকালীন সময় তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ জানায়, গত ২২ নভেম্বর মানিকগঞ্জ পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চাকুরী প্রত্যাশী মোঃ শামীম খানকে (১৯) পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে মোঃ নজরুল ইসলাম দশ লক্ষ টাকা চুক্তি করে নগদ বিশ হাজার টাকা নিয়ে লিখিত পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য শামীমের পরিবর্তে অজ্ঞাতনামা ব্যক্তিকে দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করান এবং মোঃ ইসমাইল খান (১৮) রোল নং-৪৯১০৭৫২ কে পুলিশে চাকুরী দেওয়ার শর্তে মোঃ নজরুল ইসলাম দশ লক্ষ টাকা চুক্তি করে নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে লিখিত পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য ইসমাইল এর পরিবর্তে অজ্ঞাতনামা ব্যক্তিকে দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করান। এছাড়াও মোঃ নাজমুল হোসেনকে (১৮) রোল নং-৪৯১০৭৭৪ পুলিশে চাকুরী দেওয়ার শর্তে মোঃ নজরুল ইসলাম এবং সাইফুল ইসলাম ওরফে ইনজাল (৪২) দ্বয় মিলে ষোল লক্ষ টাকা চুক্তি করে নগদ বিশ হাজার টাকা নিয়ে লিখিত পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য নাজমুল এর পরিবর্তে রাসেল (২৫) নামক ব্যক্তিকে দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করান।
গত শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় শামীম, ইসমাইল ও নাজমুলগণ মানিকগঞ্জ পুলিশ লাইন্সে মৌখিক পরীক্ষার জন্য ভাইবা বোর্ডে সামনে উপস্থিত হলে বোর্ড সদস্যরা তাদের বিভিন্ন মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করলে তারা কোন উত্তর দিতে না পারায় বোর্ড সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা প্রক্সি পরীক্ষা দেয়ার বিষয়টি স্বীকার করেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত মোঃ শামীম খান (১৯), মোঃ ইসমাইল খান (১৮), মোঃ নাজমুল ইসলাম (১৮), মোঃ নজরুল ইসলামসহ প্রতারক সাইফুল ইসলাম ওরফে ইনজাল (৪২) ও রাসেল (২৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে পুলিশের উপর পরিদর্শক (এসআই) লিটন বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় ৪১৭/৪১৯/৪২০/৩৪ ধারায় মামলা দায়ের করে।
ওসি এস এম আমান উল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্ট চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।