বিনোদন ডেস্ক : সামনেই ভ্যালেন্টাইন’স ডে, প্রেমের দিন। যে দেশে প্রেম ও সিনেমা প্রায় সমার্থক, সেখানে প্রেমের উৎসব উদ্যাপনে সিনেমা থাকবে না, তা কি হয়! এই বছর প্রেমের দিনকে বিশেষ ভাবে পালন করতে উদ্যোগী ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নেটফ্লিক্সের ‘দ্য রোম্যান্টিক্স’ ডকুসিরিজ়ে প্রেম ও সিনেমা উদ্যাপনে শামিল তাবড় বলিউড তারকা।
৫০ বছরের পথ চলা। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘ব্যান্ড বাজা বারাত’। প্রেমের সিনেমা, সিনেমাতেই প্রেমের উদ্যাপন। চলতি বছরে ভ্যালেন্টাইন’স ডে-তে নতুন তথ্যচিত্র নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। যশরাজ ফিল্মসের ৫০ বছরের প্রেম ও সিনেমা যাপন। সবটুকু তুলে ধরা হবে ‘দ্য রোম্যান্টিক্স’ ডকুসিরিজ়ে। সম্প্রতি মুক্তি পেল সেই তথ্যচিত্রের ট্রেলার। ট্রেলারে দেখা মিলল দেশের তাবড় সিনে-তারকাদের। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান। রানি মুখোপাধ্যায় থেকে রণবীর সিংহ। কর্ণ জোহর থেকে ভূমি পেড়নেকর। এমনকি, দেখা গেল প্রয়াত তারকা ঋষি কপূরকেও, সঙ্গে স্ত্রী নীতু সিংহ। বিভিন্ন সময়ে যশ চোপড়া ও যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছেন, এমন ৩৫ তারকাকে এক ছাদের তলায় এনেছে এই ডকুসিরিজ়। প্রেম ও সিনেমার এই যে একসঙ্গে পথ চলা, তা নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন দেশের প্রথম সারির অভিনেতারা।
ছবির গল্প থেকে ছবির চরিত্রের বিবর্তন। সবটুকু পথচলায় শামিল প্রেম ও সিনেমা। হিন্দি ছবির ইতিহাসে কতটা অবদান যশরাজ ফিল্মসের? এখনও কতটা প্রাসঙ্গিক ছবি নির্মাতা যশ চোপড়ার স্বপ্ন? এই তথ্যচিত্রে মিলবে তার উত্তর। উত্তর দিতে ক্যামেরার সামনে বসবেন প্রয়াত পরিচালকের ছেলে, ওয়াইআরএফ কর্ণধার আদিত্য চোপড়া নিজে। সচরাচর ক্যামেরার পিছনেই কাজ করতে ভালবাসেন আদিত্য। তবে যশ চোপড়া ও যশরাজ ফিল্মসের দীর্ঘ ৫০ বছরের ঐতিহ্যকে আরও এক বার সবার সামনে তুলে ধরতে ক্যামেরার সামনে সবার পছন্দের ‘আদি’ও।
৪টি ভাগের এই ডকুসিরিজ়ের দায়িত্বে রয়েছেন ‘ইন্ডিয়ান ম্যাচমেকিং’ খ্যাত স্মৃতি মুন্ধরা। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘দ্য রোম্যান্টিক্স’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।