জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে লিচু ব্যবসায়ীরা আসেন সারা দেশ থেকে। এ বাজারের সবচেয়ে ভালো লিচু আসে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া থেকে। এখান থেকে লিচু কিনে ব্যবসায়ীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান।
পুলেরঘাট বাজার কমিটির সদস্য নাজমুল ইসলাম জুয়েল বলেন, পুলেরঘাট বাজার বসে ভোর ৪টায়। সকাল ৭টার আগেই বিকিকিনি শেষ। প্রতিদিন এই বাজারে কমপক্ষে ১৫ লাখ টাকার লিচু বিক্রি হয়। পুরো মৌসুমে এ বাজারে কয়েক কোটি টাকার লিচু বিক্রি হয়। এবার লিচুর ফলনও বাম্পার হয়েছে। এ বাজারের খুচরা বিক্রেতারা ভোররাতে এসে ভিড় জমায়।
পাকুন্দিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এবার উপজেলার মঙ্গলবাড়িয়ায় প্রায় ২০০ বাগানে লিচু চাষ করা হয়েছে। এপ্রিলের শেষের দিকে এখানকার লিচুবাগানের কিছু লিচু বাজারে উঠলেও মে মাসের মধ্যবর্তী সময়ে পুলেরঘাট বাজারে লিচু বিক্রি শুরু হয়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel