রাজকুমার হিরানী পরিচালিত বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর একটি দৃশ্য এখনও দর্শকের মনে গেঁথে আছে। বিশেষ করে প্রতিবছর ৫ সেপ্টেম্বর এলে দৃশ্যটি নতুন করে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। লাখো মানুষ শেয়ার করে, লাইক দেয়, মিম তৈরি করে। এর কারণ কী?
সিনেমায় দেখা যায়, অমি বৈদ্য অভিনীত ‘সাইলেন্সার’ কংক্রিটের দেয়ালে লিখে রাখেন ‘৫ সেপ্টেম্বর’, ১০ বছরের প্রতিশ্রুতির চিহ্ন হিসেবে। সেটিই হয়ে ওঠে আইকনিক মুহূর্ত।
শিক্ষক দিবসে বিশ্ববিদ্যালয়ে ভুলভাল বক্তৃতা দিয়ে হাসির খোরাক হলে পরে তিনি র্যাঞ্চোকে জানান, ১০ বছর পর অর্থাৎ ৫ সেপ্টেম্বর তিনি আরও সফল হয়ে ফিরে আসবেন। সেই চ্যালেঞ্জের দিনটিকেই দেয়ালে লিখে রাখেন তিনি।
সিনেমার সেই দৃশ্য শেষ হলেও দর্শকের মনে রেখেছে লাইনের জাদু। প্রতিবছর তাই এই তারিখে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয় সেই দৃশ্যটি।
দর্শকরা এই দৃশ্যকে শুধু সিনেমার অংশ নয়; বরং স্বপ্ন, আশা ও প্রতিশ্রুতির প্রতীক হিসেবে ধরে রেখেছেন।
তবে ৫ সেপ্টেম্বরের বিশেষত্ব শুধুই সিনেমায় ওই দৃশ্যেই সীমাবদ্ধ নয়। ভারতে প্রতিবছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে এই দিনটি উদ্যাপিত হয়। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯৬২ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর তার ছাত্ররা জন্মদিন উদ্যাপনের প্রস্তাব দিলে তিনি বলেন, জন্মদিন আলাদাভাবে না করে যদি এদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তবে সেটিই প্রকৃত সম্মান। সেই থেকে ভারতে প্রতিবছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
ফলে, ‘৫ সেপ্টেম্বর’ শুধু সিনেমার আইকনিক দৃশ্য নয়, বরং বাস্তব জীবনের শিক্ষার দিন ও প্রতিশ্রুতির প্রতীক হিসেবে সোশ্যাল মিডিয়ায় প্রতিবছর নতুন করে ভাইরাল হয়। শিক্ষার্থীরা এদিন শ্রদ্ধা জানায় প্রিয় শিক্ষকের প্রতি, স্মরণ করে শিক্ষাজীবনের অবদান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।