জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের সীমান্ত পথে মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে প্রবেশ করা তিন কিশোরকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।
আটক তিন কিশোরের বয়স ১৮ বছরের নিচে। তারা সবাই ভারতের ধুবরী জেলার ধর্মশালা থানার জিডমারি গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, রবিবার (১১ জুন) দুপুরে সোনাহাট স্থলবন্দরের প্রবেশ পথে মোটরসাইকেল নিয়ে ভারতীয় তিন কিশোর বাংলাদেশে প্রবেশ করে। পরে বিজিবি তাদের আটক করলে তারা বুঝতে পারে যে তারা সীমান্ত সীমা লঙ্ঘন করেছে। প্রবেশ পথের গেট খোলা থাকায় তারা ভুলে ঢুকেছে বলে জানিয়েছে। পরে বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়। এরপর দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় তাদের ভারতে ফেরত পাঠানো হয়।
বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, ‘ভারতীয় তিন কিশোর পথ ভুলে বাংলাদেশে প্রবেশ করেছিল। যাচাই করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত পাঠানো হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।