স্পোর্টস ডেস্ক : ২১ জুন পর্দা উঠবে লাতিন ফুটবলের সর্বোচ্চ আসর কোপা আমেরিকার। আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। মে মাসের মাঝামাঝিতে কোপা আমেরিকার প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। দুটি প্রীতি ম্যাচ শেষে সেই দল থেকে তিনজনকে বাদ দিয়ে স্কোয়াড চূড়ান্ত করার কথা ছিল। অবশেষে আলবিসেলেস্তেদের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপার চূড়ান্ত দল ঘোষণা করেছেন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন লিও বালের্দি, ভ্যালেন্টিন বার্কো ও অ্যাঞ্জেল কোরেয়া। কোপার টিকিট পেয়েছেন ভ্যালেন্টিন কার্বোনি ও আলেজান্দ্রো গার্নাচো।
কোপার আগে খেলোয়াড়দের পারফরম্যান্স ও ফিটনেস দেখতে দুটি প্রীতি ম্যাচে সতর্ক নজর রেখেছিলেন স্কালোনি। গত সোমবার ইকুয়েডর এবং আজ (শুক্রবার) কোপার আগে শেষ প্রীতি ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে খেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর আগে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, স্কালোনি কোপার স্কোয়াডে ২৩ ফুটবলারের থাকা একরকম নিশ্চিত করেছেন। বাকি ছয়জন থেকে বেছে নেওয়া হবে তিনজনকে। সেই কাজটাই সারলেন আজ।
আগামী ২০ জুন শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আসর চলবে। যেখানে উদ্বোধনী দিনেই ম্যাচ রয়েছে লিওনেল মেসি–ডি মারিয়াদের। তাদের গ্রুপ ‘এ’—তে বাকি তিন সঙ্গী কানাডা, চিলি ও পেরু। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে খেলবে ২০ জুন, আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ২৫ জুন নিউজার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি। আর ২৯ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু।
রেড ডেভিলদের হয়ে নজরকাড়া গার্নাচোক্লাবের হয়ে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি। শুধু এ মৌসুমেই করেছেন ১০ গোল। তবে জাতীয় দলের হয়ে ৫ ম্যাচ খেলেও কোনো গোলের দেখা পাননি তিনি। অন্যদিকে কারবোনি সবশেষ মৌসুমে ক্লাবের হয়ে মোট ৩২ ম্যাচে ২ গোল করেন।
আগে থেকেই কোপা আমেরিকা মিস করার শঙ্কা ছিল লিওনার্দো বালেরদি, ভ্যালেন্তিন বার্কো ও অ্যাঞ্জেল কোরেয়ার। শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। ইকুয়েডর ও গুয়েতেমালা প্রীতি ম্যাচের দলে থাকলেও তিনজনের কেউই ডাক পাননি স্ক্যালোনির দলে। কোপা আমেরিকা মিস করার তালিকায় সবচেয়ে বড় নামটা পাওলো দিবালা। রোমার এ তারকা সিরি আ’র বর্ষসেরা দলে থাকলেও তাকে প্রীতি ম্যাচের দলেই জায়গা দেননি স্ক্যালোনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।